কয়লা পাচার (Coal Smuggling) মামলায় এনফোর্স ডিরেক্টরেট (Enforcement Directorate বা ED বাইডি) বাংলার ৭ জন আইপিএস অফিসার (IPS Officer)-কে তলব করল। তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। যে আইপিএস অফিসার (IPS Officer)-এর কাছে নোটিশ গিয়েছে, তাঁদের নামের তালিকা ইন্ডিয়া টুডে-র হাতে এসেছে।
তাঁরা হলেন- সিআইডি-র এডিজি জ্ঞানবন্ত সিং, কোটেশ্বর রাও, পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি শ্যাম সিং, রাজ্য পুলিশের এডিজি এবং আইজি (পরিকল্পনা) রাজীব মিশ্র, সুকেশকুমার জৈন এবং তথাগত বসু।
জানা গিয়েছে, জুলাই এবং আগস্ট মাসের বিভিন্ন সময়ে তাঁদের দিল্লি ডেকে পাঠানো হয়েছে। ২৬ জুলাই থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবং তা চলবে আগস্ট মাসের ৬ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: দাদার সঙ্গে ফুচকার দোকান খুলে সংসার-লেখাপড়ার জোয়াল টানছেন বোন
সূত্র জানাচ্ছে, ওই ৭ আইপিএস অফিসার (IPS Officer)-এর মধ্যে এমন কয়েকজন সে জায়গায় কর্তব্যরত ছিলেন, যেখানে কয়লা পাচার (Coal Smuggling)-এর অভিযোগ উঠেছে। সেখানে অবৈধ উপায়ে কয়লা তোলাও হত।
আরও জানা গিয়েছে, সে সব কথা তাঁদের জানা ছিল। মানে অবৈধ কয়লা তোলা এবং পাচার (Coal Smuggling)। তবে তারপরও তাঁদের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি কয়েকজন পুলিশ অফিসারও এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
তাদের তলবের চিঠি রাজ্য পুলিশের ডিজি-র কাছে এসেছে বলে খবর। ওই ৭ আইপিএস অফিসার (IPS Officer)-এর তরফ থেকে আবেদন করা হয়েছিল, করোনা সংক্রমণের জন্য সশরীরে উপস্থিতির বদলে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক। তবে সেই আর্জি মানা হয়নি বলে খবর।
তাঁদের বিরুদ্ধে সরকারি গাড়িতে নগদ লেনদেন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়লা পাচার মামলায় এর আগে ইডি পলাতক তৃণমূল যুবনেতা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে।
বিনয় মিশ্র এই ঘটনার মূল অভিযুক্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বিনয় মিশ্র। এমনই খবর।
কয়লা পাচার চক্র রাজ্য়ের বেশ কয়েকটি জেলায় নিজেদের কাজ চালাত। এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া। গরু এবং কয়লা পাচারের অভিযোগ সিবিআই এনামুল হক নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল। এনামুল এখন জেল হেফাজতে।