Corona in India : দেশে কমছে করোনায় সংক্রমিত। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৯ হাজার জন। এই সময়ের মধ্যে ৯৫৯ জনের মৃত্যু হয়েছে।
দেশের মধ্যে কেরালায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে টানা দ্বিতীয় দিনে ৫০ হাজারের বেশি জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও টানা তৃতীয় দিন মৃতের সংখ্যা বাড়ল। যা নিয়ে বেশ উদ্বিগ্ন চিকিৎসকদের একাংশ।
আরও পড়ুন : 'সুইসাইড করতে যাচ্ছি...' বাবাকে ফোন করেই মরণ ঝাঁপ মডেলের
প্রসঙ্গত, রবিবার দেশে ৮৯৩ জন মারা গিয়েছিলেন। শনিবার ৮৭১ জন মারা গিয়েছিলেন। রবিবার ২ লাখ ৩৪ হাজারের বেশি লোক সংক্রমিত হয়েছিলেন। শনিবার করোনার ২ লাখ ৩৫ হাজারটি মামলা নথিভুক্ত হয়েছিল।
আরও পড়ুন : আজও স্বাভাবিকের নীচেই পারদ, কড়া ঠান্ডা আর কতদিন?
দেশে কোন কোন রাজ্যে করোনা আক্রান্তের হার বেশি?
ভারতের সর্বাধিক সংক্রমিত রাজ্যগুলির মধ্যে কেরালায় সর্বাধিক ৫১ হাজার ৫৭০ জন সংক্রমিত হয়েছেন। এরপর, কর্নাটকে ২৮ হাজারের বেশি, মহারাষ্ট্রে ২২,৪৪৪ জন, তামিলনাড়ুতে ২২,২৩৮ জন, অন্ধ্রপ্রদেশে ১০,৩১০টি মামলা হয়েছে। এই ৫ রাজ্যে, দেশের মোট মামলার ৬৪.২২% পাওয়া গেছে। শুধুমাত্র কেরলে ২৪.৫৭ শতাংশ জন সংক্রমিত হয়েছেন।