Advertisement

মহারাষ্ট্রের পর রাজস্থানেও শুরু নাইট কার্ফু, করোনা জ্বরে কাঁপছে দিল্লি

বুধবারই কেন্দ্রের তরফে আরও একবার জানান হয়েছে যে দেশে ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোনও ঘাটতি হয়নি। কিছু সময়ের বিরতিতে তা রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে, সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানান হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

মহারাষ্ট্রের পরে রাজস্থানে জারি হল নাইট কার্ফু।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Apr 2021,
  • अपडेटेड 12:10 AM IST
  • বুধবার ভারতে একদিনে আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২
  • প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের
  • ভারতে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩ লক্ষ ৬৫ হাজার ৭০৪

সময় যত এগোচ্ছে, দেশের কোভিড পরিস্থিতি যেন ততটাই জটিল হয়ে পড়ছে। বুধবার ভারতে একদিনে আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২।  স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। ভারতে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩ লক্ষ ৬৫ হাজার ৭০৪। এই আবহে মহারাষ্ট্রের পরে রাজস্থানে জারি হল নাইট কার্ফু। 

বুধবার থেকে মরুরাজ্যে শুরু হয়েছে নাইট কার্ফু। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এদিকে দিল্লির করোনা পরিস্থিতিও ক্রমশ চিন্তা বৃদ্ধি করছে। অতিমারীর সব রেকর্ড ভেঙে এদিন দিল্লিতে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৮২ জন। মৃত্যু হয়েছে ১০৪ জনের। পজিটিভিটি রেট প্রায় ১৬ শতাংশ। বৃহস্পতিবারই এই বিষয়ে লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বুধবারই কেন্দ্রের তরফে আরও একবার জানান হয়েছে যে দেশে ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোনও ঘাটতি হয়নি। কিছু সময়ের বিরতিতে তা রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে, সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানান হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।  

অন্যদিকে গুজরাটেও কোভিড পরিস্থিতি তথৈবচ। হাসপাতালগুলিতে বেড পাওয়া ক্রমশ দুষ্কর হয়ে পড়ছে। পরিস্থিতি এতটাই বাড়বাড়ন্ত যে অ্যাম্বুলেন্সেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। 

বুধবার বাংলাতেও রেকর্ড সংক্রমণ হয়েছে। ঝড়ের গতিতে প্রাবল্য বৃদ্ধি পেয়েছে করোনার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার ছুঁইছুঁই, যা অতিমারীর ইতিহাসে রেকর্ড বলা চলে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন থেকে জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া ৩২ হাজার ৬২১ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা এদিন ৫ হাজার ৮৯২। মৃত্যু হয়েছে ২৪ জনের।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement