রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন এনডিএ প্রার্থীর দ্রৌপদী মুর্মু। তৃতীয় রাউন্ডের গণনা শেষেই তিনি জয়ের জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যান। তৃতীয় রাউন্ডে ভোট ছিল মোট ১,৩৩৩টি। যার মূল্য ছিল ১,৬৫,৬৬৪। এর মধ্যে মুর্মু পেয়েছেন ৮১২টি ভোট। যশবন্ত সিনহার ঝুলিতে গিয়েছে ৫২১ টি ভোট।
তিন রাউন্ড মিলিয়ে মোট ভোট ছিল ৩,২১৯টি। যার মূল্য ৮,৩৮,৮৩৯। এর মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ২,১৬১টি ভোট, যার মোট মূল্য ৫,৭৭,৭৭৭। আর বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ১,০৫৮টি ভোট, যার মোট মূল্য ২,৬১,০৬২।
জয়ের পরে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন যশবন্ত সিনহা। তিনি লেখেন, 'আমি দ্রৌপদী মুর্মুকে জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। ভারত আশা করছে যে তিনি কোনওরকম ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসেবে কাজ করবেন।'
অন্যদিকে দ্রৌপদী মুর্মুর জেয়র পর তাঁকে অভিনন্দন জানাতে তাঁর বাড়ি গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মুর বাড়িতে শুরু হয়ে গিয়েছে উৎসব উদযাপন। প্রস্তুত করা হয়েছে মঞ্চ এবং বিছানো হয়েছে লাল গালিচা। এছাড়া দ্রৌপদী মুর্মুর জন্মভূমি রায়রাংপুরের উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন - বিনা পরীক্ষায় রেলে চাকরি, মাধ্যমিক পাশ হলেই চলবে