Advertisement

Jacqueline Fernandez: জ্যাকলিনের বিদেশ যাওয়ায় আাদালতের আপত্তি, আবেদন প্রত্যাহার

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিদেশ যাওয়ায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও বিদেশ সফরে যেতে চান জ্যাকলিন ফার্নান্ডেজ়। দেশের বাইরে বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ জারি রয়েছে এখনও তাঁর। কিন্তু আদালতের কাছে আবেদন পেশ করে জানালেন, ২৩ ডিসেম্বর তাঁকে বাহরিন যেতে হবে। কিন্তু সেই আবাদেন আদালত আপত্তি জানানোয়, তা প্রত্যাহার করলেন বলিউড অভিনেত্রী। সোমবার অভিনেত্রীর আইনজীবী আদালতে আবেদন জানান যে, জ্যাকলিন তাঁর অসুস্থ মাকে দেখতে বাহরিনে যেতে চান। কিন্তু আদালত জানায়, মামলাটি এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই এখন জ্যাকলিন বিদেশ যেতে পারবেন না।

জ্যাকলিন ফার্নান্ডেজ
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Dec 2022,
  • अपडेटेड 5:02 PM IST
  • অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের (Actress Jacqueline Fernandez) বিদেশ যাওয়ায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
  • তা সত্ত্বেও বিদেশ সফরে যেতে চান জ্যাকলিন ফার্নান্ডেজ়।

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের (Actress Jacqueline Fernandez) বিদেশ যাওয়ায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও বিদেশ সফরে যেতে চান জ্যাকলিন ফার্নান্ডেজ়। দেশের বাইরে বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ জারি রয়েছে এখনও তাঁর। কিন্তু আদালতের কাছে আবেদন পেশ করে জানালেন, ২৩ ডিসেম্বর তাঁকে বাহরিন যেতে হবে। কিন্তু সেই আবাদেন আদালত আপত্তি জানানোয়, তা প্রত্যাহার করলেন বলিউড অভিনেত্রী।

অভিনেত্রীর আইনজীবী আদালতে আবেদন জানান যে, জ্যাকলিন তাঁর অসুস্থ মাকে দেখতে বাহরিনে যেতে চান। কিন্তু আদালত জানায়, মামলাটি এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই এখন জ্যাকলিন বিদেশ যেতে পারবেন না।

জ্যাকলিন ফার্নান্ডেজ়কে ২১৫ কোটি টাকার তোলাবাজির মামলায় অভিযুক্ত করা হয়েছে। অন্যতম অভিযুক্ত জালিয়াত সুকেশ চন্দ্রশেখর। বৃহস্পতিবার অভিনেত্রীর আইনজীবী আদালতকে জানানন, জ্যাকলিনের মা ২০২১ সালের ডিসেম্বরে হৃদরোগে আক্রান্ত হন। এখন তিনি খুবই অসুস্থ। অভিনেত্রী তাঁর মাকে দেখতে যেতে চান। কিন্তু ওই আবেদনে আদালত আপত্তি জানিয়েছে।

আরও পড়ুন-'ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে COVID স্রেফ অজুহাত,' কেন্দ্রকে নিশানা রাহুলের

অভিনেত্রীর আইনজীবী বিদেশ ভ্রমণের অনুমতি পাওয়ার চেষ্টা করেছিলেন। জানিয়েছিলেন, শুনানির পরবর্তী তারিখ ৬ জানুয়ারি। জ্যাকলিন ফার্নান্দেজ ৫ জানুয়ারির মধ্যে ফিরে আসবেন। কিন্তু আদালত তা মঞ্জুর করেনি।

 কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির পক্ষে উপস্থিত আইনজীবীও জ্যাকলিনের ভ্রমণের আবেদনের বিরোধিতা করেছিলেন। এবং তাঁকে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সম্ভাব্য বাধার ইঙ্গিত করেছিলেন। তাঁরা উল্লেখ করেছিলেন যে অভিনেত্রী একজন বিদেশী নাগরিক ছিলেন। জ্যাকলিন ফার্নান্ডেজ বাহরাইনে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন এবং তিনি শ্রীলঙ্কান, মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন।

এ দিকে, গত ১২ ডিসেম্বর জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন নোরা ফতেহি। নোরার দাবি, এই মামলায় অকারণে তাঁকেও জড়ানো হয়েছে। নিজের স্বার্থে নোরার কেরিয়ার এবং মান-সম্মান নিয়ে টানাটানি করছেন জ্যাকলিন। সুকেশের প্রাক্তন প্রেমিকা তথা জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা ঠোকেন তিনি।

Advertisement

আরও পড়ুন-ভারতে ফের COVID-তাণ্ডব? AIIMS-এর প্রাক্তন কর্তা জানাচ্ছেন...

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement