Advertisement

Corona Vaccine : ভারতে Corona টিকা ব্যবহারের ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসন

তাদের তৈরি করোনার টিকা (Corona Vaccine) ভারতে ব্যবহারের ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসন ( johnson and johnson)।

জনসন অ্যান্ড জনসন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Aug 2021,
  • अपडेटेड 2:32 PM IST
  • তাদের তৈরি করোনার টিকা (Corona Vaccine) ভারতে ব্যবহারের ছাড়পত্র
  • ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসন ( johnson and johnson)
  • শনিবার টুইটবার্তায় এই কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য

তাদের তৈরি করোনার টিকা (Corona Vaccine) ভারতে ব্যবহারের ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসন ( johnson and johnson)। শনিবার টুইটবার্তায় এই কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। 

 

তিনি লেখেন, 'তাদের তৈরি সিঙ্গল ডোজ টিকা ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে johnson and johnson-কে। জরুরি ভিত্তিতে এই টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন ভারতের কাছে ৫টি EUA ভ্যাকসিন রয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশকে আরও শক্তি জোগাবে এই টিকা।'

আরও পড়ুন : WhatsApp থেকে করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করুন এইভাবে

গত ৫ অগাস্ট তাদের তৈরি টিকা ভারতে ব্যবহারের ছাড়পত্র চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে johnson and johnson। এই সংস্থা আগেই দাবি করেছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। এখনও পর্যন্ত ভারতে Covishield, Covaxin, Sputnik V ও Moderna- এই চারটি টিকা চালি ছিল। johnson and johnson ছাড়পত্র পেয়ে যাওয়ায় টিকাদানের গতি আরও বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

 টিকার ছাড়পত্র পেয়েছেন, সেই কথা জানিয়েছেন ভারতের johnson and johnson-এর মুখপাত্র। তিনি জানিয়েছেন, ১৮ বছরের উপর সবার উপর এই টিকা প্রয়োগ করা যাবে। আর মাত্র একটি টিকাতেই কাজ হবে।

এক জোজেই কাজ  

ভারতে করোনার যে টিকাগুলি দেওয়া হচ্ছে, সেগুলির দুটি করে ডোজ নেওয়া বাধ্যতামূলক। কিন্তু, johnson and johnson অন্য টিকার মত দুটি নয়। মানবদেহে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী ক্ষমতা গড়ে উঠবে বলে দাবি করেছে এই সংস্থা। আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং ভারতেও এই টিকা তৈরি হবে johnson and johnson আগেই জানিয়েছিল। 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement