Advertisement

LPG Cylinder Price Reduce : এলপিজি সিলিন্ডারের দাম কমল, আপনার শহরে কত?

LPG Cylinder Price Reduce: রথযাত্রার দিন ভাল খবর। জিনিসের দাম বেড়েই চলেছে। এর মাঝে জুলাই মাসের প্রথম দিনেই মানুষ সুখবর পেয়েছে। এলপিজির কমার্শিয়াল বা বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো।

এলপিজির কমার্শিয়াল বা বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 01 Jul 2022,
  • अपडेटेड 9:31 AM IST
  • রথযাত্রার দিন ভাল খবর
  • জিনিসের দাম বেড়েই চলেছে
  • এর মাঝে জুলাই মাসের প্রথম দিনেই মানুষ সুখবর পেয়েছে

LPG Cylinder Price Reduce: রথযাত্রার দিন ভাল খবর। জিনিসের দাম বেড়েই চলেছে। এর মাঝে জুলাই মাসের প্রথম দিনেই মানুষ সুখবর পেয়েছে। এলপিজির কমার্শিয়াল বা বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো। 

আজ (০১ জুলাই) থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এই সিদ্ধান্তের পর রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০২১ টাকা হয়ে গেছে। আগে তাদের দাম ছিল ২২১৯ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম ১৮২ টাকা কমেছে।

বিভিন্ন শহরে দাম যা হল
দাম পরিবর্তনের পর দিল্লিতে ইন্ডেন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৮ টাকা কম হয়েছে। তবে অন্যান্য বড় শহরের মানুষ তুলনামূলকভাবে কম স্বস্তি পেয়েছেন। কলকাতায় এই সিলিন্ডারের দাম ১৮২ টাকা কমেছে। 

একইভাবে মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৯০.৫০ টাকা কমেছে। চেন্নাইয়ে সেটার দাম ১৮৭ টাকা কমানো হয়েছে। তবে বাড়ির রান্নার সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। সেই সিলিন্ডারের দাম সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল ১৯ মে।

বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য (সমস্ত দাম দিল্লিতে এবং টাকায়):
০১ মার্চ: ২০১২
২২ মার্চ: ২০০৩
০১ এপ্রিল: ২২৫৩
০১ মে: ২৩৫৫.৫
মে ০৭: ২৩৪৬
মে ১৯: ২৩৫৪
০১ জুন: ২২১৯
০১ জুলাই: ২০২১

মে মাসে দেশীয় সিলিন্ডারের দাম দুবার বেড়েছে
গত মাসের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৩৫ টাকা কমানো হয়েছিল। একই সঙ্গে মে মাসে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম দুবার বাড়ানো হয়। প্রথমত, ০৭ মে, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। 

এরপর ১৯ মে তাদের দাম বাড়ানো হয়। সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার পর, সাধারণ মানুষ দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তির আশা করছিলেন।

Advertisement

আরও পড়ুন: আসছে IPO, রাকেশ ঝুনঝুনওয়ালার লগ্নি থাকা এই শেয়ারের দাম বাড়ল

আরও পড়ুন: ইউক্রেনের ওপর 'ফাদার অফ অল বম্ব' ফেলতে পারে রাশিয়া!

আরও পড়ুন: ডিআরডিও-তে দারুণ চাকরি, শিক্ষার যোগ্যতা-আবেদন কীভাবে?

আপনার শহরে সিলিন্ডারের রেট দেখে নিন (সব দাম টাকায়)
দিল্লি: ১০০৩
মুম্বাই: ১০০৩
কলকাতা: ১০২৯
চেন্নাই: ১০১৯
লখনউ: ১০৪১
জয়পুর: ১০০৭
পাটনা: ১০৯৩
ইন্দোর: ১০৩১
আহমেদাবাদ: ১০১০
পুনে: ১০০৬
গোরখপুর: ১০১২
ভোপাল: ১০০৯
আগ্রা: ১০১৬
রাঁচি: ১০৬১

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement