Advertisement

'আজমেঢ় শরিফেও ছিল শিবমন্দির,' হঠাত্‍ নয়া দাবি

মহারানা প্রতাপ সেনার কর্মকর্তারা একটি ছবি পাঠিয়েছেন, যেখানে আজমেঢ় দরগার (Ajmer Sharif Dargah ) জানালায় স্বস্তিক চিহ্ন রয়েছে। সেনার প্রতিষ্ঠাতা রাজবর্ধন সিং পারমারের দাবি, আজমেঢ়ের হজরত খাজা গরিব নওয়াজ দরগা আদতে একটি শিব মন্দির ছিল, যা পরে দরগায় রূপান্তরিত করা হয়। 

মহারানা প্রতাপ সেনার পাঠানো ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 May 2022,
  • अपडेटेड 3:52 PM IST
  • আজমেঢ় শরিফে শিব মন্দির ছিল বলে দাবি
  • রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে চিঠি
  • এক সপ্তাহের মধ্যে তদন্ত দাবি

জ্ঞানব্যাপী ও কুতুব মিনার ঘিরে বিতর্কের মাঝেই এবার তালিকায় যুক্ত হল আজমেঢ় শরিফ। রাজস্থানের আজমেরে হজরত খাজা গরিব দরগাহকে এখন মন্দির বলে দাবি করতে শুরু করেছে মহারানা প্রতাপ সেনা (Maharana Pratap Sena)। এই বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। 

মহারানা প্রতাপ সেনার কর্মকর্তারা একটি ছবি পাঠিয়েছেন, যেখানে আজমেঢ় দরগার (Ajmer Sharif Dargah ) জানালায় স্বস্তিক চিহ্ন রয়েছে। সেনার প্রতিষ্ঠাতা রাজবর্ধন সিং পারমারের দাবি, আজমেঢ়ের হজরত খাজা গরিব নওয়াজ দরগা আদতে একটি শিব মন্দির ছিল, যা পরে দরগায় রূপান্তরিত করা হয়। 

রাজবর্ধন সিং পারমারের প্রশ্ন, দরগায় স্বস্তিক কেন? এটি তদন্তের বিষয়। বিষয়টি তুলে ধরা হয়েছে। সরকারের উচিত তদন্ত করা। মহারানা প্রতাপ সেনা ইতিমধ্যেই রাজস্থান সরকার, রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছে। 

পরমার আরও বলেছেন, এক সপ্তাহের মধ্যে তদন্ত না হলে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। আর তাতেও কোনও সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রায় ২,০০০ মহারানা প্রতাপ সেনাকর্মী আজমেঢ় গিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশয়ারি দিয়েছে মহারানা প্রতাপ সেনা।

আরও পড়ুন৬৩ বছরের মহিলার ফিটনেস দেখলে চোখ কপালে উঠে যাবে, ছবি Viral


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement