কংগ্রেসের কর্তা বদলে গিয়েছেন। দলের সভাপতি নির্বাচনে জয়ী হয়েছেন আগেই। এবার দলের প্রধান কার্যালয়ে কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে কোনও ব্যক্তি কংগ্রেসের সভাপতি হলেন। তিনি সভাপতি পদে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে দেওয়া হয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (CWC)।
CWC-এর সমস্ত সদস্যের পাশাপাশি কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক এবং ইনচার্জরা দলের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। ট্যুইট করে একথা জানান কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল। তিনি ট্যুইটে আরও জানন, CWC-র নয়া সদস্যদের খুব শীঘ্রই নির্বাচন করা হবে। তাড়াতাড়িই নিজের নতুন টিমের ঘোষণা করবেন খাড়গে। এক্ষেত্রে কংগ্রেসর ওয়ার্কিং কমিটির জন্য ১২ জন সদস্যকে বেছে নেওয়া হবে। উল্লেখ্য, সভাপতি নির্বাচনের প্রচারপর্বে তাঁর নতুন টিম নিয়ে কংগ্রেস প্রতিনিধিদের বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন খাড়গে।
সভাপতি নির্বাচনে আগে খাড়গে জানিয়েছিলেন, তিনি জিতলে দলের অর্ধেক পদ ৫০ বছরের কম বয়সী নেতাদের দেওয়া হবে। এছাড়াও এক ব্যক্তি এক পদ-সহ বেশকিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে এখন দেখার নয়া টিম তৈরির সময় নিদের কতগুলি প্রতিশ্রুতি পূরণ করেন তিনি।
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর উপস্থিতিতেই কংগ্রেসের সভাপতি-পদের দায়িত্ব নেন মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনে জয়ের জন্য তাঁকে শুভেচ্ছাও জানান সোনিয়া। একইসঙ্গে খাড়গের নেতৃত্বে দল সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
আরও পড়ুন - ডায়েটে রাখুন এই খাবারগুলি, প্রখর বুদ্ধি-স্মৃতিশক্তিতে টপকে যাবেন সবাইকে