Advertisement

সনিয়া-রাহুলের সঙ্গে কথা বলেই হুংকার মমতার! 'BJP-কে হারাতে এক হতে হবে'

দিল্লি এসে এদিন সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানালেন, বিরোধীদের সবাইকে একজোট হতে হবে। সোমবার দিল্লি আসার পরে একের পর এক বৈঠক করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিনে গান্ধী পরিবারের সঙ্গে মমতার এই বৈঠকে নজর বেশি ছিল রাজনৈতিক মহলের। 

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Jul 2021,
  • अपडेटेड 6:26 PM IST
  • সনিয়া-রাহুলের সঙ্গে কথা বলেই হুংকার মমতার
  • 'BJP-কে হারাতে এক হতে হবে'
  • কেন্দ্রকে তোপ মমতার

দিল্লি এসে এদিন সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানালেন, বিরোধীদের সবাইকে একজোট হতে হবে। সোমবার দিল্লি আসার পরে একের পর এক বৈঠক করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিনে গান্ধী পরিবারের সঙ্গে মমতার এই বৈঠকে নজর বেশি ছিল রাজনৈতিক মহলের। 

মমতা জানালেন, সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে। রাহুল গান্ধীও সেখানে ছিলেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে পেগাসাস এবং দেশের করোনা পরিস্থিতিও উঠে এসেছে। বিরোধী দলগুলির ঐক্য নিয়েও কথা হয়েছে এই বৈঠকে। খুব ভালো সদর্থক বৈঠক হয়েছে। বিজেপিকে হারাতে গেলে সবাইকে এক হতে হবে। আমি লিডার নই, ক্যাডার। 

এদিনই বৈঠকের আগে জোটের বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি রাজনৈতিক জ্যোতিষী নই। এটা পরিস্থিতি আর সিস্টেমের উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলির উপরেই নির্ভর করছে তারা একসঙ্গে কাজ করবে কিনা।  যদি কেউ নেতৃত্ব দেন, তাহলে আমার কোনও সমস্যা নেই। আমি আমার কোনও মতবাদ অন্যে উপর চাপিয়ে দেবো না। কিছু রাজ্যে এখন ভোট আছে। সময় মতো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করব। একটা প্ল্যাটফর্ম চাই যেখানে সবাই একসঙ্গে কাজ করতে পারবে। পার্লামেন্ট অধিবেশনের শেষে আমরা সবাই একসঙ্গে বসে আলোচনা করব। আমি একজন সাধারণ কর্মী আর এভাবেই চালিয়ে যেতে চাই।"

পেগাসাস ইস্যুতে মমতা বলেন, "আমার ফোন হ্যাক করা হয়েছিল। অভিষেক এবং পিকের ফোনও হ্যাক করা হয়েছিল। ওঁরা যদি একটি ফোন হ্যাক করতে পারে, এর মানে আরও অনেক ফোনই হ্যাক করতে পারেন। সংবাদমাধ্যমের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। আমি কিছু লোককে ত্রিপুরায় পাঠিয়েছিলাম। কিন্তু তাদের গৃহবন্দি করা হয়েছে। তাদের থানায় এসে প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে। নাহলে অপরাধমূলক তদন্ত শুরু হবে। আমি আমার কিছু মন্ত্রীদের পাঠিয়েছি। তারা ফিরে আমার কাছে রিপোর্ট দেবে। তারপরে অভিষেক, ডেরেকদের পাঠাব। পেগাসাস কী? এটা একটা হাই লোডেড ভাইরাস। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা এখন ঝুঁকি মধ্যে।"

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement