Advertisement

অক্সিজেন সমস্যা মেটাতে ১ লাখ কনসেনট্রেটর কিনছে কেন্দ্র: মোদী

করোনার প্রকোপের মধ্যে দেশে অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ারস ফান্ড থেকে এক লাখ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর কেনার অনুমোদন দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  লিকুইট মেডিকেল অক্সিজেন (এলএমও) সরবরাহের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একটি বৈঠক হয় আজ।  বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটরকে শীঘ্রই কিনতে হবে এবং রাজ্যগুলিতে সরবরাহ করতে হবে।

প্রধানমন্ত্রী মোদী। ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Apr 2021,
  • अपडेटेड 7:25 PM IST
  • অক্সিজেন সমস্যা মেটাতে ১ লাখ কনসেনট্রেটর কিনছে কেন্দ্র
  • বৈঠকে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী মোদীর
  • অক্সিজেন ঘাটতি মেটাতে সিদ্ধান্ত

করোনার প্রকোপের মধ্যে দেশে অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ারস ফান্ড থেকে এক লাখ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর কেনার অনুমোদন দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  লিকুইট মেডিকেল অক্সিজেন (এলএমও) সরবরাহের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একটি বৈঠক হয় আজ।  বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটরকে শীঘ্রই কিনতে হবে এবং রাজ্যগুলিতে সরবরাহ করতে হবে।

৫০০ টি নতুন অক্সিজেন প্ল্যান্ট

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্যগুলি এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পিএম কেয়ার ফান্ডের আওতায় ইতিমধ্যে অনুমোদিত ৭১৩ টি পিএসএ প্ল্যান্ট ছাড়াও আরও ৫০০ টি নতুন অক্সিজেন প্ল্যান্ট অনুমোদিত হয়েছে। অর্থাৎ, পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে আরও নতুন ৫০০টি নতুন অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব অক্সিজেনের উৎপাদন শুরু করার চেষ্টা করা হবে। যত দ্রুত সম্ভব এই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। প্রত্যেকটি রাজ্যেই এই অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে বলে খবর।

আরও পড়ুন, ICMS App: কোন হাসপাতালে কটা Covid Bed খালি, যাবতীয় তথ্য দেবে এই App!

বৈঠক মোদীর

অন্য়দিকে, দেশের বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৈঠকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামোকে দ্রুত উন্নত করার নির্দেশ দেন তিনি। এছাড়া অক্সিজেন ও ওষুধ নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে উচ্চপদস্থ আধিকারিকরা জানান, রাজ্যগুলিতে অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাাপাশি ২০২০ সালের অগাস্ট মাসে যেখানে দেশে দিনে ৫,৭০০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন উৎপাদন হত সেখানে ২৫ এপ্রিল ২০২১-এ দেশে দৈনিক ৮,৯২২ মেট্রিক টন অক্সিজেন উৎপন্ন হচ্ছে বলেও মোদীকে জানান আধিকারিকরা। এক্ষেত্রে চলতি মাসের শেষের দিকে এই পরিমানটা ৯,২৫০ মেট্রিক টনে পৌঁছে যাবে বলেই আশা করা আধিকারিকদের। পাশাপাশি যত দ্রুত সম্ভব অক্সিজেন প্ল্যান্ট চালু করার জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনার নির্দেশও দেন মোদী। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement