Advertisement

President Election Counting : রাষ্ট্রপতি নির্বাচন: গণনায় এগিয়ে দ্রৌপদী, যশবন্ত কত দূর?

রাজ্যসভার মহাসচিব পিসি মোদি জানান, দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) পেয়েছেন ৫৪০ ভোট। যার ভ্যালু ৩,৭৮,০০০। উল্টোদিকে যশবন্ত সিনহা (Yashwant Sinha) পেয়েছেন ২০৮ ভোট, যার ভ্যালু ১,৪৫,৬০০। ১৫টি ভোট অবৈধ ঘোষণা হয়েছে। প্রসঙ্গত লোকসভা ও রাজ্যসভায় সাংসদের মোট ভোটের সংখ্যা ৭৮০। ১৩ জন সাংসদ এবং ৩৪ জন বিধায়ক ভোট দিতে পারেননি। মোট ৪,৭৯৬ টি ভোটের মধ্যে ৪,৭৫৪ টি ভোট পড়েছে। 

দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 4:57 PM IST
  • রাষ্ট্রপতি নির্বাচনের গণনা
  • এগিয়ে দ্রৌপদী মুর্মু
  • বাসভবনে উৎসবের আয়োজন সম্পন্ন

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে, তা আজই চূড়ান্ত হয়ে যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গণনা। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম রাউন্ডের গণনা। এই পর্বে সংসদ সদস্যদের ভোট গণনা করা হয়। এর পরে, দ্বিতীয় ধাপে ১০টি রাজ্যের বিধায়কদের ভোট গণনা করা হবে। রাজ্যগুলিতে গণনা বর্ণানুক্রমিকভাবে হবে। তারপর পরবর্তী আরও ১০টি রাজ্যের বিধায়কদের ভোট গণনা করা হবে। 

রাজ্যসভার মহাসচিব পিসি মোদি জানান, দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) পেয়েছেন ৫৪০ ভোট। যার ভ্যালু ৩,৭৮,০০০। উল্টোদিকে যশবন্ত সিনহা (Yashwant Sinha) পেয়েছেন ২০৮ ভোট, যার ভ্যালু ১,৪৫,৬০০। ১৫টি ভোট অবৈধ ঘোষণা হয়েছে। প্রসঙ্গত লোকসভা ও রাজ্যসভায় সাংসদের মোট ভোটের সংখ্যা ৭৮০। ১৩ জন সাংসদ এবং ৩৪ জন বিধায়ক ভোট দিতে পারেননি। মোট ৪,৭৯৬ টি ভোটের মধ্যে ৪,৭৫৪ টি ভোট পড়েছে। 

এদিকে, দ্রৌপদী মুর্মুর বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। তাঁর দিল্লির বাসভবনে বিছানো হয়েছে লাল গালিচা। ফলাফলের পর সেখানে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদীও। এছাড়া দ্রৌপদী মুর্মুর জন্মভূমি রায়রাংপুরের বাসিন্দারাও উৎসবে মেতে উঠেছেন। অন্যদিকে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে (Ram Nath Kovind) আজ বিদায়ী নৈশভোজ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিকেল সাড়ে ৫টার পর দিল্লির অশোকা হোটেলে এই নৈশভোজ আয়োজিত হবে। 

আরও পড়ুনএই ৫ ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ, সুরক্ষিত থাকবে হার্টও

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement