Advertisement

BJP-তে যাচ্ছেন TMC-র সুবল? ত্রিপুরায় দলের রাজ্য সভাপতি পদ থেকে অপসারিত

ত্রিপুরা তৃণমূলের (Tripura TMC) তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'এই মুহূর্ত থেকে ত্রিপুরার রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল সুল ভৌমিককে। রাজ্যকমিটি, রাজ্য যুব কমিটি, রাজ্য মহিলা কমিটি, তফসিলি জাতি ও উপজাতি কমিটির প্রধানরা আগের মতোই পদে বহাল থাকছেন। যত দিন পর্যন্ত না নতুন সভাপতি নিযুক্ত হচ্ছেন, ততদিন ত্রিপুরায় দলের যাবতীয় কাজকর্ম সামলাবেন তৃণমূলের ত্রিপুরার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।'

সুবল ভৌমিক
Aajtak Bangla
  • ত্রিপুরা,
  • 24 Aug 2022,
  • अपडेटेड 3:41 PM IST
  • অপসারিত তৃণমূলের ত্রিপুরার রাজ্য সভাপতি
  • বিবৃতি দিয়ে জানালো দল
  • যোগ দিতে পারেন বিজেপিতে

ত্রিপুরায় তৃণমূলের অন্দরে ফের 'সংকট'। রাজ্য সভাপতি পদ থেকে সরানো হল সুবল ভৌমিককে (Subal Bhowmik Tripura)। বুধবার সকালে সুবলকে রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে দিয়েছে ঘাসফুল শিবির। সুবল ভৌমিক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বেশকিছুদিন ধরেই কানাঘুসো শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে এবার তিনি গেরুয়া ব্রিগেডে যোগ দিতে পারেন বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ।

এই প্রসঙ্গে ত্রিপুরা তৃণমূলের (Tripura TMC) তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'এই মুহূর্ত থেকে ত্রিপুরার রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল সুল ভৌমিককে। রাজ্যকমিটি, রাজ্য যুব কমিটি, রাজ্য মহিলা কমিটি, তফসিলি জাতি ও উপজাতি কমিটির প্রধানরা আগের মতোই পদে বহাল থাকছেন। যত দিন পর্যন্ত না নতুন সভাপতি নিযুক্ত হচ্ছেন, ততদিন ত্রিপুরায় দলের যাবতীয় কাজকর্ম সামলাবেন তৃণমূলের ত্রিপুরার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।'

প্রসঙ্গত, কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগ দেওয়ার পর এই বছরের এপ্রিল মাসেই সুবল ভৌমিককে ত্রিপুরায় দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেয় ঘাসফুল শিবির। এমনকী তাঁর নেতৃত্বেই আগামী বছর বিধানসভা ভোটের লড়াইতে নামার পরিকল্পনাও করা হচ্ছিল। কিন্তু তারই মাঝে সুবলকে ঘিরে দলের মধ্যে বাড়তে থাকে অসন্তোষ। সুবল নিজের কাছের লোকজনদের বিভিন্ন সুবিধা পাইয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এমনকী গোপনে তিনি বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও অভিযোগ। আর এই গোষ্ঠী কোন্দলেরই প্রভাব পড়ে বিধানসভার উপনির্বাচনে। চার কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হয় তৃণমূলের। সূত্রের খবর, এরপরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় দলের শীর্ষস্তরে। যার ফলস্বরূপ তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুনসকালে খালি পেটে খান আমলকী-জল, ফল পাবেন হাতেনাতে; কীভাবে বানাবেন?

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement