উত্তরপ্রদেশে জায়গার নাম পরিবর্তনের ধারা অব্যাহত। এবার প্রয়াগরাজে ইংরেজদের নামে রাখা এলাকা ও রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে। এমনকি মঙ্গলবার স্থানীয় পৌরসভার এই বিষয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাবও পাশ হয়েছে।
প্রস্তুব অনুযায়ী রাস্তা, পাড়া এমনকি বিমানবন্দরেরও নাম পরিবর্তন করা হবে। এছাড়া, নৈনি এলাকার নাম পরিবর্তন করে অটল বিহারী বাজপেয়ী নগর, বিমানবন্দরের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিমানবন্দর এবং ওভার ব্রিজের নাম পরিবর্তন করে শ্যামা প্রসাদ মুখার্জি রাখা হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, জায়গাগুলোর নাম উচ্চারণে সমস্যা হত, তাই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুতুব মিনারের নাম পরিবর্তন করে বিষ্ণু স্তম্ভ রাখার দাবি
এখানেই শেষ নয়, কুতুব মিনারের নাম পরিবর্তনেরও জোরালো দাবি উঠেছে। মঙ্গলবার কুতুব মিনারের কাছে হিন্দু সংগঠনের কিছু কর্মী হনুমান চালিসা পাঠ করেন। এমনকি কুতুব মিনারের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভও দেখায় হিন্দু সংগঠন মহাকাল মানব সেবা।
হিন্দু সংগঠনের এক কর্মী বলেন, "মুঘলরা আমাদের কাছ থেকে এটি ছিনিয়ে নিয়েছিল। আমরা এই বিষয়ে আমাদের দাবি জানাচ্ছি। আমাদের দাবি কুতুব মিনারের নাম পরিবর্তন করে বিষ্ণু স্তম্ভ রাখা হোক। এই বিষয়ে আমরা প্রধানমন্ত্রী মোদীর কাছে একটি স্মারকলিপিও জমা দেব।"
আরও পড়ুন - ১০০ টাকারও কমে নয়া প্ল্যান BSNL-এর, রয়েছে ডেটা-কলিং-SMS