Advertisement

দাপট বাড়াচ্ছে করোনার নয়া উপসর্গ Lambda! সতর্ক করল WHO

করোনা মারণ ভাইরাসের দাপটে গোটা বিশ্ব নাজেহাল। মাঝে মধ্যেই সামনে আসছে এর নয়া উপসর্গের। এবার লাতিন আমেরিকায় সামনে এসেছে করোনা নয়া একটি উপসর্গের। এর নাম দেওয়া হয়েছে Lambda। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মূলত লাতিন আমেরিকায় দেশগুলোর মধ্যে এই উপসর্গ বেশি ছড়িয়েছে। ২০২০ সালের আগস্টে এই উপসর্গের প্রথম খোঁজ পাওয়া যায় পেরুতে। বর্তমানে প্রায় ২৯টি দেশে ছড়িয়ে গিয়েছে করোনার এই উপসর্গ। আর্জেন্টিনা, চিলি, পেরু এবং ইকুয়েডরে বেশি প্রভাব ফেলেছে। 

করোনার নয়া উপসর্গ। প্রতীকী ছবি-রয়টার্স
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Jun 2021,
  • अपडेटेड 10:38 PM IST
  • করোনার নয়া উপসর্গ Lambda
  • সতর্ক করল WHO
  • দাপট বাড়াচ্ছে করোনার নয়া এই উপসর্গ

করোনা মারণ ভাইরাসের দাপটে গোটা বিশ্ব নাজেহাল। মাঝে মধ্যেই সামনে আসছে এর নয়া উপসর্গের। এবার লাতিন আমেরিকায় সামনে এসেছে করোনা নয়া একটি উপসর্গের। এর নাম দেওয়া হয়েছে Lambda। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মূলত লাতিন আমেরিকায় দেশগুলোর মধ্যে এই উপসর্গ বেশি ছড়িয়েছে। ২০২০ সালের আগস্টে এই উপসর্গের প্রথম খোঁজ পাওয়া যায় পেরুতে। বর্তমানে প্রায় ২৯টি দেশে ছড়িয়ে গিয়েছে করোনার এই উপসর্গ। আর্জেন্টিনা, চিলি, পেরু এবং ইকুয়েডরে বেশি প্রভাব ফেলেছে। 

হু-এর মতে করোনার এই উপসর্গের দিকে সব দেশের নজর দেওয়া উচিত। এই জন্য এই উপসর্গকে Variant Of Interest-এর তালিকাভুক্ত করেছে তারা। অর্থাৎ সব দেশ এই ভাইরাসের উপর নজর রাখবে।  যদি এই উপসর্গ দ্রুত ছড়ায় তাহলে তাকে variant of concern এই তালিকায় ফেলা হয়। মূলত করোনার দ্রুত সংক্রমণকারী উপসর্গগুলিকে এই তালিকার রাখা হয়। করোনার আলফা, বিটা, গামা এবং এখন গোটা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়ানো ডেল্টা উপসর্গ এই তালিকায় রয়েছে। হু জানিয়েছে, Lambda উপসর্গ সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে পেরুতে। সেখানে ৮১ শতাংশ করোনা আক্রান্তের দেহে এই উপসর্গের সন্ধান মিলেছে। চিলিতে ৩২ শতাংশ করোনা আক্রান্ত এই উপসর্গের সংক্রমণের শিকার।

হু-এর আশঙ্কা Lambda উপসর্গ মারাত্মক সংক্রামক হয়ে উঠতে পারে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার বিভিন্ন উপসর্গের নামকরণ করেছে। সেখানে ভারতে তালিকাভুক্ত উপসর্গগুলিও রয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই করোনা ভাইরাসের উপর কড়া নজর রেখে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২০ সালের শেষ দিক করোনার একের পর এক উপসর্গের খবর আসতে থাকে বিশ্বজুড়ে। তখনই এর উপসর্গগুলি চিহ্নিত করার জন্য হু করোনা ভাইরাসকে দুটি ভাগে ভাগ করে। একটির নাম Variant Of Interest এবং অপরটির নাম variant of concern। হু-এর মতে এর ফলে এই মারণ ভাইরাসের উপসর্গগুলি চিহ্নিত করা ও সেগুলো প্রভাব সম্পর্কে আভাস পাওয়ার সুবিধা হয়।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement