Advertisement

Yogi Adityanath Oath Taking Ceremony 2022: মঞ্চে মোদী, মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ যোগীর, ডেপুটি কেশব-ব্রজেশ

লখনৌয়ের তখতে প্রত্যাবর্তন যোগী আদিত্য়নাথের। শুক্রবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাঁর ডেপুটি করা হয়েছে কেশবপ্রতাপ মৌর্য ও ব্রজেশ পাঠককে।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ।
Aajtak Bangla
  • লখনৌ,
  • 25 Mar 2022,
  • अपडेटेड 5:01 PM IST
  • দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ যোগীর।
  • মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • যোগীর ডেপুটি কেশব মৌর্য ও ব্রজেশ পাঠক।

'ম্যাঁ আদিত্যনাথ যোগী...'। শুক্রবার লখনউয়ে অটলবিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে শপথগ্রহণ কেশবপ্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকের। মুখ্যমন্ত্রী ও তাঁর দুই ডেপুটি-সহ মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা ৫৩।     

৩৫ বছর পরে উত্তরপ্রদেশে পরপর দু'বার ক্ষমতায় ফিরলেন কোনও মুখ্যমন্ত্রী। সদ্য-সমাপ্ত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেয়েছে বিজেপি। ভোটের প্রচারে গেরুয়া শিবিরের মুখ ছিলেন যোগী-মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাঁপিয়ে পড়েছিলেন প্রচারে। ভোটের ফলপ্রকাশের পর মোদীর নেতৃত্বের প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন যোগী। শুক্রবার তাঁর শপথমঞ্চে হাজির হন প্রধানমন্ত্রী।          

একনজরে যোগীর মন্ত্রিসভা

মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ

উপমুখ্যমন্ত্রী - কেশবপ্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক

পূর্ণমন্ত্রী- সূর্য প্রতাপ শাহি, সুরেশকুমার খান্না, স্বতন্ত্র দেব সিং, বেবিরানি মৌর্য, লক্ষ্মীনারায়ণ চৌধুরী, জয়বীর সিং, ধরমপাল সিং, নন্দগোপাল গুপ্ত নন্দী, ভূপেন্দ্র সিং চৌধুরী, অনিল রাজভর, জিতিন প্রসাদ, রাকেশ সচান , অরবিন্দকুমার শর্মা, যোগেন্দ্র উপাধ্যায়, আশিস পটেল এবং সঞ্জয় নিষাদ।

প্রতিমন্ত্রী- ময়ঙ্কেশ্বর সিং, দীনেশ খটিক, সঞ্জীব গৌড়, বলদেব সিং ওলাখ, অজিত পাল, যশবন্ত সাইনি, রামকেশ নিষাদ, মনোহরলাল মান্নু কোরি, সঞ্জয় গাঙ্গওয়ার, ব্রিজেশ সিং, কেপি মালিক, সুরেশ রাহি, সোমেন্দ্র তোমর, অনুপ প্রধান, প্রতিভা শুক্লা, রাকেশ রাঠোর, রজনী তিওয়ারি, সতীশ শর্মা, দানিশ আজাদ আনসারি এবং বিজয়লক্ষ্মী গৌতম। 

আরও পড়ুন- 'বাঁচতে চাই,' বগটুই-কাণ্ডে রাজ্যসভায় কান্নাকাটি রূপার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement