সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড অসম ও রাজস্থানে। পুড়ে ছাই কোটি টাকার সম্পত্তি। অসমের কামরুপে একটি প্লাস্টিকের ব্যাগের কারখানায় আগুন লাগে এদিন। এখানেই কোটি টাকার সম্পত্তির ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজস্থানের জালোরে NH-68 এ একটি ট্রেলারে ভয়াবহ আগুন লাগে। আগুন এতটাই ভয়ানক ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেই এর শিখা দেখা যাচ্ছিল।