বেলুড় মঠের ভক্তদের জন্য সুখবর। আবারও পুরনো ছন্দে ফিরছে বেলুড় মঠ। আগামী ১৫ এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের দিন (Poila Baisakh 2022) থেকে আগের মতোই (Belur Math Reopen) খুলে যাবে মঠ।
কর্তৃপক্ষ জানাচ্ছে, নববর্ষের দিন থেকে সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মঠ।
একইসঙ্গে থাকছে প্রসাদ বিতরণও। তবে সমস্ত ভক্তদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের আবেদন জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।
আরও পড়ুন - আজ OnePlus 10 Pro-এর সেল শুরু, প্রথমেই বিরাট ডিসকাউন্ট, কোথায় পাবেন?
এদিকে বেলুড় মঠ আবার আগের মতো খুলে যাওয়ার ঘোষণায় আনন্দে আত্মহারা ভক্তরা।
তাঁরা জানাচ্ছেন, কোভিডকালে (Covid) দীর্ঘসময় ভক্তদের জন্য বন্ধ থেকেছে মঠ। পরে চালু হলেও, সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছিল। ফলে তাড়াহুড়ো করতে হত ভক্তদের।
কিন্তু মঠ আবার আগের মতো খুলে যাওয়ায়, মনের আনন্দে ঘুরতে ও প্রার্থনায় অংশ নিতে পারবেন দর্শনার্থী এবং ভক্তরা।
তাছাড়া দূরদূরান্ত থেকে যাঁরা দর্শন করতে আসেন, প্রসাদ পেলে তাঁদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।