Advertisement

ধর্ম

Diwali Vastu Tips : দীপাবলির আগে অবশ্যই করুন এই ৬ কাজ, মা লক্ষ্মীর কৃপা থাকবে বছরভর

Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Oct 2022,
  • Updated 9:32 PM IST
  • 1/7

আগামী ২৪ অক্টোবর দীপাবলি। এই দিন বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। তার জন্য বাড়িতে বাড়িতে পুজোর আয়োজনও করা হয়। তবে তার আগে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে দীপাবলী পর্যন্ত সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। বাস্তুমতে এই সময় কিছু কিছু কাজ করলে মা লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হন ও তাঁর কৃপা বর্ষণ করেন। 

  • 2/7

১. দুধ ও মধু - দীপাবলীর আগে প্রতি সন্ধ্যায় কিছুটা ও মধু মিশিয়ে নিন। তারপর সেটি ২ ভাগে ভাগ করুন। একটি অংশ পরিবারের সদস্যদের স্নানে ব্যবহার করুন। অপরটি বাড়ির সমস্ত অংশে ছিটিয়ে দিন। মনে রাখবেন বাড়ির কোনও অংশ যেন বাদ না থাকে। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়িতে সমৃদ্ধি আসে। 

  • 3/7

২. বাড়ি তাড়াতাড়ি পরিষ্কার করুন - দীপাবলির আগে ঘরবাড়ি পরিষ্কার করুন। তবে মনে রাখবেন, সেই কাজ যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ যে বাড়িতে জিনিসপত্র গোছানো থাকে না, সেখানে লক্ষ্মীদেবীর অবস্থান হয় না। 

  • 4/7

৩. আসবাব ও দরজা - ঘরের আসবাবপত্রও গুছিয়ে রাখতে হবে। এতে ইতিবাচক শক্তি বজায় থাকে। বাড়ির প্রধান প্রবেশদ্বারেও কোন আবর্জনা থাকা উচিত নয়। আর খেয়াল রাখবেন বাড়ির সদর দরজায় যেন কোনও আওয়াজ না হয়। 
 

  • 5/7

৪. লক্ষ্মীর পদচিহ্ন - বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। মনে রাখবেন সেই চিহ্ন যেন বাড়ির ভিতরমুখী হয়। মনে করা হয় এমনটা করলে দীপাবলির দিন লক্ষ্মীদেবী আশীর্বাদ দেন। 

  • 6/7

৫. তোরণ -  দীপাবলিতে মা লক্ষ্মীকে স্বাগত জানাতে বাড়ির প্রধান দরজায় তোরণ বানান। আম ও কলা পাতা দিয়ে তোরন তৈরি করা শুভ। ফুলও ব্যবহার করা যেতে পারে।

  • 7/7

৬. ভাসমান পাপড়ি - জলে মোমবাতি দিয়ে ফুলের পাপড়ি ভাসানোও খুব ভাল। এটি বসার ঘরেও রাখতে পারেন। 
 

আরও পড়ুনITBP-তে হেড কনস্টেবল পদে চাকরি, কীভাবে আবেদন?

Advertisement
Advertisement