দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়। এই বছর শিব চতুর্দশী আরও বিশেষ উল্লেখযোগ্য। আগামী ১১ মার্চ পড়েছে শিবরাত্রির পুণ্য তিথি। আর জ্যোতিষদের মতে,এই বছর প্রায় ১০১ বছর পর ঘটতে চলেছে বিশেষ ঘটনা।
এই বছর শিবরাত্রিতে শিব যোগ, সিদ্ধি যোগ ও গোধ নক্ষত্রের জন্যে এই বিশেষ দিনের মাহাত্ম্য অনেকাংশে বেড়ে গেছে। তাই এই বছর যারা শিবের ব্রত করবেন, তাঁদের জীবনে শুভ কিছু আসবে।
মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। ১১ মার্চ ত্রয়োদশী তিথু ছেড়ে চতুর্দশী তিথি শুরু হচ্ছে। এদিনই শিব যোগ, সিদ্ধি যোগ এবং নক্ষত্রমণ্ডলেরা কাছাকাছি আসবে দীর্ঘ ১০১ বছর পর। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়।
তবে শুনলে অবাক হবেন, শিব ও পার্বতীর বিয়েতে শুধু দেব-দেবীরা থাকেন না। এই বিশেষ মুহূর্তে রাক্ষস, ভুত-প্রেতরাও থাকেন। শিবরাত্রির দিন শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়। সেই জলে থাকে গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। পুরাণে বলা আছে, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো করেন।
শিবরাত্রির দিনক্ষণ
সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ১১ মার্চ, বৃহস্পতিবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ১১ মার্চ দুপুর ২.৪২ মিনিট থেকে ১২ মার্চ দুপুর ২.৪১ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির তিথি।
মহাশিবরাত্রি ২০২১- এর পুজোর সময়
নিশীত কালী পুজো: ১২ মার্চ রাত ১২.০৬ মিনিট থেকে ১২.৫৫ মিনিট পর্যন্ত অর্থাৎ ৪৮ মিনিট পর্যন্ত থাকবে।
* প্রথম প্রহরের প্রহরের পুজোর সময় : সন্ধ্যা ৬: ২৭ থেকে ৯: ২৯
* দ্বিতীয় প্রহরের পুজোর সময় : রাত ৯:২৯ থেকে ১২:৩১ (১২ মার্চ)
তৃতীয় প্রহরের পুজোর সময়: রাত ১২:৩১ থেকে ভোর ৩:৩২ (১২ মার্চ)
চতুর্থ প্রহরের পুজোর সময় : ভোর ৩:৩২ থেকে সকাল ৬:৩৪ (১২ মার্চ)
শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন। তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয়। এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই। শিবরাত্রির দিন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে।
এদিন চার প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করাতে হয়। বেলপাতা,ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়।