Advertisement

ধর্ম

Peacock Feather: ২০২২ আগে ঘরের এমন জায়গায় রাখুন ময়ূরের পালক, ফিরবেই ভাগ্য

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Dec 2021,
  • Updated 9:40 PM IST
  • 1/6

দেব-দেবীরা ময়ূরের পালকের মধ্যে থাকেন বলে বিশ্বাস করা হয়। এ ছাড়া নয়টি গ্রহও এতে বাস করে বলে ধারণা করা হয়। এটি ধর্মীয় কাজেও ব্যবহৃত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক বাড়ির আর্থিক সমস্যা দূর করে।

  • 2/6

বাস্তুশাস্ত্রে ময়ূরের পালককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ময়ূর হল ভগবান কার্তিকেয়ের বাহন। তাই ময়ূরের পালককে দেবতার আবাস বলে মনে করা হয়। এ ছাড়া নয়টি গ্রহও এতে বাস করে বলে মনে করা হয়। এটি ধর্মীয় কাজেও ব্যবহৃত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক বাড়ির আর্থিক সমস্যা দূর করে। জেনে নিন ময়ূরের পালক কতটা উপকারি। 
 

  • 3/6


আর্থিক সমস্যা সমাধানের জন্য
আপনি যদি কোনো ধরনের আর্থিক সমস্যায় ভুগছেন, তাহলে বাড়ির সিন্দুকের সঙ্গে  মূয়রের পালক  দক্ষিণ-পূর্ব দিকে রাখুন। এতে  আর্থিক সমস্যা মিটে যায়। এ ছাড়া আটকে থাকা টাকাও পাওয়া যায়। সেই সঙ্গে থেমে থাকা কাজগুলোও শেষ হয়। 

  • 4/6

বাস্তু দোষ দূর করতে 
বাড়ির মেইন গেটে গণেশের মূর্তির সঙ্গে ময়ূরের পালক রাখলে বাস্তু দোষ দূর হয়। সেই সঙ্গে ঘরের নেতিবাচক শক্তিও শেষ হয়ে যায়। এ ছাড়া ময়ূরের পালক রাখলে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে দেয় না। যদি বাচ্চাদের পড়ালেখা ভালো না লাগে, তাহলে স্টাডি রুমে ময়ূরের পালক রাখুন। এতে বাচ্চাদের পড়াশোনায় মন লাগতে শুরু করবে।   

  • 5/6

কষ্ট থেকে পরিত্রাণ পেতে
বাড়িতে কোনো ধরনের ঝামেলা হলে তা থেকে মুক্তি পেতে পুজোর  ঘরে রাখা ধর্মীয় বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখুন। এতে করে দেব-দেবীরা খুশি হন, যার ফলে ঘরের কলহ শান্ত হয় এবং সুখ আসে।

  • 6/6

সমৃদ্ধির জন্য
ঘরে সুখ-সমৃদ্ধির জন্যও ময়ূরের পালক উপকারি। বাড়ির পুজোর স্থানে শ্রীকৃষ্ণের মূর্তির সাথে ময়ূরের পালক রাখুন। এছাড়া ব্যবসায় ক্ষতি এড়াতে ময়ূরের পালক বাড়ি ও দোকানের পূর্ব দিকে রাখুন। 

Advertisement
Advertisement