আর কিছুদিন পরেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022)। জমায়েত হবে লক্ষ লক্ষ পুণ্যার্থীর। (সমস্ত ছবি ফাইল)
আর তাই আগেভাগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত করতে সোমবার নবান্নে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন তিনি বলেন, এবার মেলা প্রাঙ্গণে পৌঁছতে জোয়ার সংক্রান্ত সমস্যা থাকবে না। কোভিডের কারণে বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা থাকবে।
থাকছে ৬০০ বেডের হাসপাতালের বন্দোবস্ত। আরটিপিসিআর পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি মাস্ক ছাড়া কোনওভাবেই মেলায় প্রবেশ করা যাবে না বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুণ্যার্থীদের সুবিধার্থে কলকাতা থেকে অতিরিক্ত ৭০টি ট্রেন ও বাস চালানো হবে। তাছাড়া কলকাতায় ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। বাসস্ট্যান্ডগুলিতে থাকবে হেল্প ডেস্ক।
অন্যদিকে মেলা কমিটির পক্ষ থেকে এই মেলাকে জাতীয় মেলা করার আবেদন জানানো হয়েছে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।