Advertisement

ধর্ম

Sawan Yatra 2022: সোমবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ যাত্রা, রওনার আগে জেনে নিন পুজো-বিধি

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Jul 2022,
  • Updated 11:49 AM IST
  • 1/10

সোমবার ১৮ জুলাই, থেকে শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস (Sawan)। আর প্রথমদিনই সোমবার পড়েছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ভক্তরা গেরুয়া কাপড় পড়ে প্রস্তুত। সোমবার শিবের মাথায় জল ঢালবেন বলে। এ রাজ্যের একাধিক শিবধাম থেকে ভিনরাজ্যে ছুটতে তৈরি সকলেই। আসুন যাত্রার আগে আরও একবার এর গুরুত্ব জেনে নিই।
 

  • 2/10

এই মাসে ভগবান শিবের (Lord Shiva) পূজার বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। এই মাসের শুরুতে, শিব ভক্তরা নিজ নিজ এলাকার পবিত্র নদী থেকে জল ভরে এবং বম ভোলে বলে খালি পায়ে বাবার মন্দিরে শিবলিঙ্গের উপর জল দেবেন।

  • 3/10

শিবের পুজায় গঙ্গাজল দিয়ে শিবকে অভিষেক (Rudrabhishek) কে রুদ্রাভিষেক বলে। একেই শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। নিজ এলাকার পবিত্র নদীকে গঙ্গারূপে কল্পনা করে সেই জল নিজ এলাকার শিবধামে গিয়ে লিঙ্গের উপর ঢালতে হবে।

  • 4/10

হিন্দু ক্যালেন্ডারে ১৪ জুলাই থেকে শ্রাবণ মাস পড়ে গেলেও বাংলায় ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। শেষ হবে ২২ অগাস্ট। শ্রাবণের প্রথম সোমবার পড়েছে আগামী ১৮ জুলাই, দ্বিতীয় সোমবার ২৫ জুলাই, তৃতীয় সোমবার ১ অগস্ট, চতুর্থ সোমবার ৮ অগাস্ট, পঞ্চম সোমবার ১৫।

  • 5/10

শ্রাবণ মাসে এই ভাবে ভগবান শিবের পূজা করুন

ভগবান শিবের অভিষেকের ফল বর্ণনা করে শাস্ত্রে বলা হয়েছে জলাভিষেক করলে পূজার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। ভগবান শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় কাল-প্রদোষ বলে মনে করা হয়।

  • 6/10

সূর্যাস্তের এক ঘণ্টা আগে এবং যে কোনও দিনের এক ঘণ্টা পরের সময়কে প্রদোষ কাল বলে। সাওয়ান মাসে ত্রয়োদশী, সোমবার এবং শিব চৌদাস প্রধান। ভগবান শঙ্করের কাছে ভস্ম, লাল চন্দন, রুদ্রাক্ষ, আকের ফুল, ধুতরার ফল, বেল পাতা, ভাং খুবই প্রিয়।

  • 7/10

এই মন্ত্রগুলি জপ করুন

ভগবান শিবকে বৈদিক, পুরাণ বা নাম মন্ত্র দিয়ে পূজা করা হয়। সাধারণ মানুষ ওম নমঃ শিবায় বা ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্র দিয়ে পূজা ও অভিষেক করতে পারেন। শিবলিঙ্গের অর্ধ প্রদক্ষিণ করুন।

  • 8/10

হিমালয়ের কন্যা পার্বতী দেবী ভগবান শঙ্করকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, তখনও ছিল শ্রাবণ মাস।এই মাসটি সমুদ্র মন্থনের সঙ্গেও সম্পর্কিত। পৃথিবীকে বিষ থেকে বাঁচানোর জন্য আদিনাথ ভগবান শঙ্কর তার গলায় ধারণ করেছিলেন।

  • 9/10

ষোড়শ উপাচার দিয়ে শিবলিঙ্গের পূজা করুন

শ্রাবণ মাসে লঘু রুদ্র, মহারুদ্র বা অতীরুদ্র পাঠ করারও একটি আইন রয়েছে। শ্রাবণ মাসে যে সব সোমবার পড়ে, শিব উপবাস করতে হবে। এই উপবাসে সকালে গঙ্গা স্নান বা পবিত্র নদী, হ্রদ, কূপে স্নান করে শিব মন্দিরে গিয়ে ষোড়শের পদ্ধতিগত চিকিৎসা দিয়ে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের পূজা করুন। এই উপবাসে শ্রাবণ মাহাত্ম্য ও শিব মহাপুরাণের গল্প শুনলে ভগবান শিবের বিশেষ কৃপা হয়।

  • 10/10

মঙ্গলা গৌরী উপবাস করুন

শ্রাবণ মাসে যে প্রতি মঙ্গলবার আসে, সেই দিনগুলিতে শিব-গৌরীর পূজা হয়। মঙ্গলবার গৌরী পূজার কারণে প্রতি শবন মাসের মঙ্গলা গৌরী ব্রত বলা হয়। প্রত্যেক মহিলার বিয়ের পর থেকে পাঁচ বছর এই উপবাস পালন করা উচিত। বিয়ের পর শ্রাবণ মাসের প্রথম মাসে পিহারে এবং পরবর্তী চার বছর স্বামীর বাড়িতে অবস্থান করে এই উপবাস পালন করা হয়। এছাড়াও প্রতি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সোমবার ভগবান মহাদেবের আরাধনায় উপোস করার নিয়ম। সম্পূর্ণ আচার নিয়ম মেনে তাঁকে পূজা ও অভিষেক করতে হবে।

Advertisement
Advertisement