Sitala Sasthi: শীতল ষষ্ঠী (Sitala Sasthi) উপলক্ষে সোমবার থেকে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ইসলামপুর চক (Islampur Chawk)-এ দুই দিন ব্যাপী শিব পুজো (Shiva or Shib Puja)-য় মেতেছে। এদিন দিনের আলো ফুটতেই ইসলামপুর চক (Islampur Chawk)-এর বুড়ো শিব মন্দিরে ভক্তরা জমায়েত হতে শুরু করেন। শীতল ষষ্ঠী (Sitala Sasthi) পুজো উপলক্ষে গ্রামের প্রায় সকলেই উপবাস করেন। পুজো শেষে প্রসাদ গ্রহণ করে তবেই অন্য খাবার খান।
এ বছরে বুড়ো শিব (Shiva or Shib) মন্দিরের ছাদের তলায় একই সঙ্গে ৬০টি শিব (Shiva or Shib)-এর মূর্তির পুজো হচ্ছে।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, চকের বুড়ো শিব (Shiva or Shib) খুবই জাগ্রত বলে মানুষের বিশ্বাস।
অনেকে যেমন মনস্কামনা পূরণের জন্য মানত করেন। আবার অনেকে মনস্কামনা পূরণ হওয়ায় মানতের পুজো দেন। দিনভর পুজো চলে।
স্থানীয়দের দাবি, বুড়ো শিব কাউকে খালি হাতে ফেরান না। যে বুড়ো শিব (Shiva or Shib)-এর দুয়ারে আসেন, তাঁর মনস্কামনা পূরণ করেন। সব মিলিয়ে শিব পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজে ইসলামপুর চক।
পুজো উপলক্ষে মঙ্গলবার গ্রামে দৈহিক কসরতের খেলা অনুষ্ঠিত হবে। গ্রামের প্রবীণ বাসিন্দাদের থেকে বুড়ো শিব মন্দিরের প্রতিষ্ঠা এবং শীতল ষষ্ঠীতে পুজো চালু প্রসঙ্গে জানা যায়, পাঁচশো বছরের বেশি সময় ধরে এই দিনে বুড়ো শিব ও মানতের পুজো হয়ে আসছে।
প্রাচীন কালে বর্তমান মন্দিরের পিছন দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদী দিয়ে একটি কাঠ ভেসে যাচ্ছিল। এক গ্রামবাসী জ্বালানির জন্য কাঠটিকে নদী থেকে তুলে বাড়িতে এনে রেখেছিল।
ওই দিন রাতে কাঠটি এনে বুড়ো শিবকে প্রতিষ্ঠা করার জন্য এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পান। পরের দিন কাঠটি এনে সন্ন্যাসী বুড়ো শিবকে প্রতিষ্ঠা করেন। তখন কোনও মন্দির ছিল না।
ধীরে ধীরে বুড়ো শিবের খ্যাতি ইসলাম ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্ত এবং জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
এক গ্রামবাসী বলেন, যাদের মনস্কামনা পূরণ হয়, তাঁরা শিব ঠাকুর দিয়ে যান। এ বছর মানতের ৫৯টি শিব এবং বুড়ো শিব নিয়ে মোট ৬০টি শিব পুজো হচ্ছে।