Advertisement

ধর্ম

Surya Grahan 2023 Rashifal : এপ্রিলে বছরের প্রথম সূর্যগ্রহণ, ৩ রাশি খুব সাবধান; না হলেই বিপদ

Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Mar 2023,
  • Updated 3:14 PM IST
  • 1/6

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ২০ এপ্রিল (20 April 2023 Surya Grahan)। হিন্দুধর্মে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে শুভ বলে মনে করা হয় না, তাই এই সময়ে কোনও শুভ কাজ এমনকি পুজোও করা হয় না। 

  • 2/6

গ্রহনকালে মন্দিরের দরজাও বন্ধ থাকে। ২০২৩ সালের এপ্রিলে গ্রহণটি মেষ রাশিতে ঘটবে। গ্রহণ রাশিচক্রের ১২টি রাশিকেই প্রভাবিত করে। তাহলে চলুন আসুন জেনে নেওয়া বছরের প্রথম সূর্যগ্রহণে অসুভ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপরে। 

  • 3/6

এপ্রিলের সূর্যগ্রহণ ৩টি রাশির জন্য অশুভ
জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণ মেষ, কন্যা এবং সিংহ রাশির জাতকদের জন্য শুভ নয় (Surya Grahan 2023 Rashifal)। এই সূর্যগ্রহণ এই ৩টি রাশির জাতকদের ক্ষতি করতে পারে। 

  • 4/6

যেহেতু এই গ্রহনটি মেষ রাশিতে হচ্ছে, তাই এই রাশির জাতকদের উপর এটির সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে এই ৩ রাশির জাতক জাতিকারা কাজে বাধা, মানসিক চাপ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

  • 5/6

বিদেশ ভ্রমণে গেলে সতর্ক থাকুন
২০ এপ্রিল ২০২৩-এ এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এর সুতক কালও বৈধ হবে না। পাশাপাশি মানুষের জীবনেও এর তেমন কোনও প্রভাব পড়বে না। দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার মতো জায়গায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। 

  • 6/6

এই পরিস্থিতিতে সূর্যগ্রহণের সময় এইসব স্থানে বসবাসকারী মানুষদের ওপরে প্রভাব ফেলবে (Surya Grahan 2023 Effects)। মেষ, কন্যা এবং সিংহ রাশির মানুষেরা যদি এপ্রিল মাসে এই সমস্ত স্থানে ভ্রমণ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগে থেকেই সতর্ক থাকুন। তাতে ক্ষতি এড়ানো যাবে। 

আরও পড়ুন - সেরা ১২৫ সিসি-র বাইক কোনটি? জানুন দাম ও ফিচার্স

Advertisement
Advertisement