Advertisement

ধর্ম

Vastu Tips: এই ৬ পুরনো জিনিস বিদায় না করলে হতে পারেন হতভাগ্য কাঙাল

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2021,
  • Updated 8:33 PM IST
  • 1/11

ঘরে বহু জিনিস শুভ এবং অশুভ প্রভাব পড়ে সংসারে। বাস্তু শাস্ত্র মতে ঘরে রাখা কিছু জিনিস যেমন পজিটিভ এনার্জি তৈরি করে। কিছু আবার নেগেটিভ এনার্জিও বয়ে আনে। যা ভয়ানক ক্ষতি করে। জেনে নিন এমন ৬ জিনিস সম্পর্কে যা দুর্ভাগ্য বয়ে আনে। আর্থিক দিক থেকে কাঙাল করতে পারে আপনাকে।

  • 2/11

পুরানো খবরের কাগজ - বেশিরভাগ বাড়িতেই পুরানো খবরের কাগজ জমিয়ে রাখার অভ্যাস থাকে। বাস্তু মতে, পুরানো খবরের কাগজের স্তূপে জমে থাকা ধুলো-পোকামাকড়ের বাসা থেকে ঘরে প্রচুর নেগেটিভ এনার্জি তৈরি হয়।

  • 3/11

যদি আপনার বাড়িতেও এমন অভ্যাস থাকে তা হলে অবিলম্বে পাল্টে ফেলুন। এ থেকে তৈরি হওয়া নেগেটিভ এনার্জি ঘরে অশান্তি ডেকে আনে, উন্নতিতে বাধার সৃষ্টি করে এবং পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই কিছু দিনের মধ্যেই কাগজের স্তূপ সরিয়ে ফেলুন।

  • 4/11

পুরানো খারাপ তালা - বাস্তু মতে ভালো ব্যবহার্য তালা ভাগ্য খোলার প্রতীক। অন্য দিকে, বন্ধ হয়ে পড়ে থাকা বা পুরানো খারাপ তালা দুর্ভাগ্য বয়ে আনে। তাই ঘরে তালা রাখা খুব অশুভ হিসাবে মনে করা হয়।

  • 5/11

যে তালা খারাপ হয়ে গিয়েছে বা আপনি ব্যবহার করেন না, তা অবিলম্বে সরিয়ে ফেলুন। বাস্তু মতে বন্ধ হয়ে পড়ে থাকা তালা কেরিয়ারে বাধা তৈরি করে এবং উন্নতির রাস্তা বন্ধ করে।

  • 6/11

পুরানো ছেঁড়া জামাকাপড় - বাস্তু মতে পোশাকের সরাসরি সম্পর্ক রয়েছে ভাগ্যে সঙ্গে। ঘরে থাকা পরার অনুপযুক্ত বা ছেঁড়া পোশাক সব সময় দুর্ভাগ্য বয়ে আনে। তাই দ্রুত তা বিলিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়া উচিত। অন্যথা ভাগ্য আপনার সঙ্গে ত্যাগ করবে। বাস্তু অনুযায়ী ছেঁড়া পুরানো পোশাক কেরিয়ারে বার বার বাধার সৃষ্টি করে।

  • 7/11

বন্ধ পড়ে থাকা ঘড়ি - ঘড়ির কাটা ভাগ্যকে এগিয়ে নিয়ে যায়। সেখানে বন্ধ ঘড়ি জীবনে বাধা এবং সমস্যার বিষয়ে ইঙ্গিত করে। বাস্তু মতে, ঘরে বন্ধ ঘড়ি থাকলে ভাগ্য এক জায়গায় থমকে যায়। খারাপ সময়ও সহজে শেষ হয় না।

  • 8/11

বাস্তু শাস্ত্রে মনে করা হয়, বন্ধ হয়ে থাকা ঘড়ি ভালো সময় আসতে দেয় না এবং জীবনে সুখ সমৃদ্ধির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। ঘরে যদি পুরানো বন্ধ ঘড়ি থাকে তা দ্রুত সরিয়ে ফেলুন।

  • 9/11

ছেঁড়া চটি-জুতো - বাস্তু শাস্ত্র অনুযায়ী জুতোর সম্পর্ক জীবনের স্ট্রাগলের সঙ্গে রয়েছে। যদি জীবনের সংঘর্ষ এবং স্ট্রাগল কম করতে চান সে ক্ষেত্রে জুতো এবং চপ্পল ভালো রাখুন। পুরনো ছেঁড়া অব্যবহার্য জুতো সরিয়ে ফেলুন।

  • 10/11

শনিবার জুতো ছেঁড়া চপ্পল ঘর থেকে সরালে শনির দশাও কম হয়। চপ্পল বা জুতোর সংখ্যা কম হলে কোনও ক্ষতি নেই, কিন্তু তা ঠিকঠাক অবস্থায় থাকা জরুরি।

  • 11/11

দেবীদেবতার পুরানো মূর্তি ও ছবি - দেবী দেবতার মূর্তি এবং ছবি একটা সময় পর্যন্ত শুভ তরঙ্গ প্রবাহিত করে। তার পর এর থেকে নেগেটিভ তরঙ্গ নির্গত হয়। তাই এ সমস্ত জিনিস মাঝে মধ্যে বদলে ফেলুন। পুরানো মূর্তি এবং ছবি মাটির নীচে পুঁতে দিন বা জলে বিসর্জন করুন।

Advertisement
Advertisement