Advertisement

কুমারী পুজো সকাল ৯টায়, দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ, রইল...

Durga Puja 2021 Belur Math| বিগত বছরের মতো এ বছরও অনলাইনে দেখা যাবে বেলুড় মঠের দুর্গাপুজো এবং অষ্টমীর কুমারী পুজো ।

বেলুড় মঠের পুজোর নির্ঘণ্ট
বৈদ্য়নাথ ঝা
  • বেলুড়,
  • 13 Aug 2021,
  • अपडेटेड 7:05 PM IST
  • দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ
  • এবার অনলাইনেই ভক্তদের জন্য দুর্গাপুজো দেখানো হবে
  • আনুষ্ঠানিকভাবে তা সময়সূচি প্রকাশ করা হয়েছে

করোনা আবহে আরও একটি দুর্গাপুজো(Durga Puja 2021)। এবার আবার করোনার তৃতীয় ঢেউ (Covid-19 Third Wave)-এর ভ্রুকুটি। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনার খতরনাক Delta Plus ভ্যারিয়ান্টে আক্রান্ত ৬৫ জনের খবর পাওয়া গিয়েছে। মৃত্যুও হয়েছে দুজনের। তাই এই পরিস্থিতিতে এবার অনলাইনেই ভক্তদের জন্য দুর্গাপুজো দেখানো হবে বেলুড় মঠে (Belur Math Durga Puja 2021)। আজ অর্থাত্‍ শুক্রবার দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ।

আরও পড়ুন: দুর্গাপুজোতেও করোনার বিধিনিষেধ থাকবে, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

বিগত বছরের মতো এ বছরও অনলাইনে দেখা যাবে বেলুড় মঠের দুর্গাপুজো এবং অষ্টমীর কুমারী পুজো। শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে তা সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কী বলা হয়েছে বেলুড় মঠের সূচিতে--

আগামী ২৫, ২৬ ও ২৭ আশ্বিন ১৪২৮ (১২, ১৩ ও ১৪ অক্টোবর ২০২১; মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) দিবসত্রয় বেলুড় মঠে শ্রীশ্রীদুর্গাপূজা (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে) অনুষ্ঠিত হবে। 

সময় নির্ঘণ্ট

২৫ আশ্বিন (১২ অক্টোবর)--  সপ্তমী, পুজো সকাল ৫.৪০ মিনিটে

২৬ আশ্বিন (১৩ অক্টোবর) -- মহাষ্টমী, পুজো সকাল ৫.৪০ মিনিটে, কুমারী পুজো শুরু হবে সকাল ৯টায়।
সন্ধি পূজা | রাত্রি ৭.৪৪ – ৮.৩২ মিঃ

২৭ আশ্বিন (১৪ অক্টোবর)-- মহানবমীর পুজো শুরু হবে সকাল ৫.৪০মিনিটে।
হোম | দেবীর ভোগারতির পর

গতবারও বেলুড় মঠে দুর্গাপুজোয় ভক্তদের প্রবেশাধিকার ছিল না। করোনার পরিস্থিতিতে এবারও গতবারের মতোই ফেসবুকে বা অনলাইনে লাইভ দেখা যাবে মঠের পুজো।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement