চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ। গত মাসের ২৫ তারিখ ছিল বছরের শেষ সূর্যগ্রহণ। আর সেই গ্রহণের ঠিক ১৫ দিন পরেই হতে চলেছে আজকের চন্দ্রগ্রহণ। আজ আবার পূর্ণিমা। চলুন জেনে নেওয়া যাক এদিনের গ্রহণ সম্পর্কে।
ভারতে ক দেখা যাবে চন্দ্রগ্রহণ? (Chandra Grahan Time In India 2022)
ধর্মীয় মতে ভারতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যে ৬টা ২০ মিনিট পর্যন্ত। সকাল ৮টা ২০ মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের সূতককাল (Chandra Grahan November 2022 Sutak Kaal)। এই সূতককালকে অশুভ বলে মনে করা হয়। তাই এই সময় মন্দিরের জরদা বন্ধ রাখা উচিত। একইসঙ্গে দেবদেবীর মূর্তি বা ছবিও স্পর্শ করবেন না। ছেঁড়া উচিত নয় গাছের ফুল ফল পাতা। কোথাও যাত্রা করাও এই সময় ঠিক নয়। এছাড়া কাঁচি, ছুরি, সূচের মতো কোনও ধারাল বা সূচালো জিনিসও এই সময় ব্যবহার করবেন না।
কোন রাশিতে চন্দ্রগ্রহণ? (Chandra Grahan November 2022 Effect on Zodiac Signs)
বছরের এই শেষ চন্দ্রগ্রহণ লাগছে মেষ রাশিতে। এর ফলে কোনও কোনও রাশির জাতকদেক জন্য এই গ্রহণ শুভ হবে। আবার কোনও কোনও রাশির মানুষ অশুভ ফল পাবেন। এই চন্দ্রগ্রহণ মিথুন, কর্কট, বৃশ্চিক ও কুম্ভরাশির মানুষদের জন্য শুভ হতে চলেছে। আবার মেষ, বৃষ, সিংহ, মীন, মকর ও ধনু রাশির জন্য এই গ্রহণ অশুভ ফল দেবে।
ভারত তথা বিশ্বের কোথায় কোথায় দৃশ্যমান? ( Chandra Grahan November 2022 visibility in World)
এই চন্দ্রগ্রহণ উত্তরপূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা থেকেই দেখা যাবে। অন্যদিকে ভারতের কলকাতা, শিলিগুড়ি, পটনা, রাঁচি ও গুয়াহাটি থেকে দেখা যাবে এই গ্রহণ (Lunar eclipse 2022 Visibility In India)।
কীভাবে দেখা যাবে লাইভ? (Live Streaming of Lunar Eclipse 8 november 2022)
NASA এবং Timeanddate.com-এ লাইভ দেখা যাবে চন্দ্রগ্রহণ। এছাড়া Royal Observatory Greenwich, CosmoSapiens ও Slooh ইউটিউব চ্যানেলেও দেখা যাবে এই গ্রহণ। পাশাপাশি www.virtualtelescope.eu ভার্চুয়াল টেলিস্কোপ থেকেও চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
আরও পড়ুন - গ্রহণের সূতককালে বাড়ির বাইরে? বিপদ এড়াতে মাথায় রাখুন এই ৫ বিষয়