Advertisement

Diwali Cleaning Tips : ধনতেরাস-দীপাবলিতে বাড়ির এই জায়গাগুলি যেন পরিচ্ছন্ন থাকে, নয়তো...

Dhanteras Cleaning Tips : দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। চলছে প্রস্তুতিও। এই সময় বাড়িঘরে সাফাই অভিযানও চালানো হয়। তবে এক্ষেত্রে মনে রাখবেন, বাড়ির এমন কয়েকটি জায়গা আছে যেগুলি যেন কোনওভাবেই অপরিষ্কার না থাকে। নয়তো রুষ্ট হতে পারেন মা লক্ষ্মী। আর তাহলে আপনি বঞ্চিত হবেন দেবীর আশীর্বাদ থেকে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Oct 2022,
  • अपडेटेड 8:57 PM IST
  • আসছে দীপাবলি
  • শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি
  • রইলো সাফাইয়ের টিপস

দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। চলছে প্রস্তুতিও। এই সময় বাড়িঘরে সাফাই অভিযানও চালানো হয়। তবে এক্ষেত্রে মনে রাখবেন, বাড়ির এমন কয়েকটি জায়গা আছে যেগুলি যেন কোনওভাবেই অপরিষ্কার না থাকে। নয়তো রুষ্ট হতে পারেন মা লক্ষ্মী। আর তাহলে আপনি বঞ্চিত হবেন দেবীর আশীর্বাদ থেকে। 

ঈশান কোণ পরিষ্কার - বাস্তু মতে বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল ঈশান কোণ। এখানে দেবতারা বসবাস করেন বলে মনে করা হয়। তাই বেশিরভাগ বাড়িতে এই দিকেই ঠাকুর ঘর তৈরি করা হয়। মূলত উত্তর-পূর্ব দিকটিই হল ইশান কোণ। তাই ধনতেরাসে এই দিকের সাফাই অবশ্যই করা উচিত। কারণ এই দিকে ময়লা বা আবর্জনা থাকলে লক্ষ্মী অবস্থান করেন না। 

এই দিকগুলিও খেয়াল রাখুন - ধনতেরাস ও দীপাবলির দিন অবশ্যই বাড়ির পূর্ব দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। একইসঙ্গে বাড়ির উত্তর দিকটিও পরিষ্কার থাকা অবশ্যই দরকার। কারণ পূর্ব ও উত্তর দিক পরিষ্কার থাকলে বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন।

ব্রহ্ম স্থান - সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্রহ্ম স্থান বা বাড়ির মাঝখান। এখানে কোনওভবেই কোনও অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। একইসঙ্গে মাথায় রাখবেন কোনও ভাঙা জিনিসও যেন ওই জায়গায় না থাকে। এই গুলি মেনে চললে দীপাবলিতে দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। 

আরও পড়ুনএই খাবারগুলির সঙ্গে কখনওই খাবেন না ডিম, ফল হতে পারে মারাত্মক

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement