Advertisement

Mahashivratri 2024: শিবের মাথায় ঠিক কী ভাবে জল ঢালতে হয়? শিবরাত্রির আগে জানুন নিয়ম

ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে ফল পাওয়া যায় বলে বিশ্বাস। শিবরাত্রিতে অনেকেই শিবের মাথায় জল ঢালেন। কিন্তু জানেন কি, কীভাবে জল ঢাললে তুষ্ট হবেন দেবাদিদেব। জেনে নিন...

শিবরাত্রিতে শিব পুজোর নিয়ম জানুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2024,
  • अपडेटेड 3:04 PM IST
  • মহাদেবের আরাধনা করলে ফল পাওয়া যায় বলে বিশ্বাস।
  • শিবরাত্রিতে অনেকেই শিবের মাথায় জল ঢালেন।
  • শুক্রবার শিবরাত্রি।

রাত পোহালেই মহাশিবরাত্রি। শুক্রবার সর্বত্র শিবের পুজো করা হবে। কথিত রয়েছে, শিবরাত্রির তিথিতেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। তাই হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে ফল পাওয়া যায় বলে বিশ্বাস। শিবরাত্রিতে অনেকেই শিবের মাথায় জল ঢালেন। কিন্তু জানেন কি, কীভাবে জল ঢাললে তুষ্ট হবেন দেবাদিদেব। জেনে নিন...

শিবের মাথায় জল ঢালার নিয়ম

জ্যোতিষ মতে, সঠিক নিয়ম জেনে শিবলিঙ্গে জল ঢালা উচিত। তা হলেই শুভ ফল পাওয়া যায়। 

* শিবলিঙ্গে জল ঢালার সময় কখনওই পূর্ব দিকে মুখ করে বসবেন না। 

* শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। 

* স্টিলের পাত্রে জল নিয়ে শিবের মাথায় ঢালবেন না। 

* তামার পাত্র বা ব্রোঞ্জের পাত্রে জল নিয়ে শিবলিঙ্গে ঢালুন। 

* ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল ঢালা শুভ। এই সময় আপনার বাঁ হাত ডান হাতকে স্পর্শ করবে। 

* জল ঢালার সময় ওম নম: শিবায় মন্ত্র উচ্চারণ করুন। 


শিবরাত্রিতে কী খাবার খাবেন?

* জ্যোতিষ মতে, শিবরাত্রিতে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই দিনে ফল খেতে পারেন।

* শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয়।

 * শিবরাত্রিতে চা, দুধ, দই খেতে পারেন। 

* এছাড়া লুচি বা নোনতা খাবার খেতে পারেন শিবরাত্রিতে। 

* যাঁরা শিবরাত্রিতে উপবাস করবেন, তাঁরা ভুলেও এই দিন চাল, ডাল, গমের তৈরি কোনও খাবার খাবেন না। 

*এদিন রসুন, পেঁয়াজ, মাংস খাওয়া ঠিক নয়। 

Advertisement


শিবরাত্রিতে পুজোর সময় কখন? 

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। ধমীয় বিশ্বাস, এই শুভ তিথিতেই বিয়ে হয়েছিল শিব-পার্বতীর। তাই শিবের আরাধনার জন্য এই দিনটি খুবই শুভ। এ বছর ৮ মার্চ শুক্রবার শিবরাত্রি। ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিট থেকে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী পড়বে। ৯ মার্চ সন্ধ্যা ৬টা ১৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement