Advertisement

Makar Sankranti 2022 : মকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ, এই ৭ রাশির জাতকদের জন্য খুব অশুভ

Makar Sankranti 2022: বুধ গত বছর মানে ২০২১ সালের ডিসেম্বর মাসে মকর রাশিতে গোচর করেছিলেন। এমন সময়ে একসঙ্গে শনি, বুধ এবং সূর্য- এই তিন গ্রহের উপস্থিতিতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে।

মকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগমকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 06 Jan 2022,
  • अपडेटेड 6:57 PM IST
  • বুধ গত বছর মানে ২০২১ সালের ডিসেম্বর মাসে মকর রাশিতে গোচর করেছিলেন
  • এমন সময়ে একসঙ্গে শনি, বুধ এবং সূর্য- এই তিন গ্রহের উপস্থিতিতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে
  • এই যোগ ৭ রাশির জন্য খুব অশুভ বলে মনে করা হয়ে থাকে

সূর্যদেব ২০২২ সালের ১৪ জানুয়ারি দুপুর ২টো বেজে ২৮ মিনিটে নিজের পুত্র শনির অধীনে থাকা মকর রাশিতে প্রবেশ করবেন। এবং ১৪ মার্চ রাত ১২টা বেজে ১৫ মিনিট পর্যন্ত সেখানে থাকবেন। শনিদেব ইতিমধ্য়ে মকরল রাশিতে রয়েছেন। 

বুধ গত বছর মানে ২০২১ সালের ডিসেম্বর মাসে মকর রাশিতে গোচর করেছিলেন। এমন সময়ে একসঙ্গে শনি, বুধ এবং সূর্য- এই তিন গ্রহের উপস্থিতিতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এই যোগ ৭ রাশির জন্য খুব অশুভ বলে মনে করা হয়ে থাকে। এ ব্যাপারে জ্যোতিষাচার্য ডা. অরবিন্দ মিশ্রা বিস্তারিত জানাচ্ছেন। 

কাদের জন্য অশুভ
১. মেষ (Aries)- মেষ রাশির দশম ভাবে সূর্য এবং বুধের উপস্থিতি শুভ বলে মানা হয় না। কাজের ক্ষেত্রে বিষণ্ণতার মুখোমুখি হতে পারে। স্থানান্তরণ যোগ রয়েছে। ব্য়বসায় ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

২. বৃষ (Taurus)- নবম ভাবে সূর্যের উপস্থিতি পরিবারের সুখ-শান্তিতে গ্রহণ লাগাতে পারে। বাবার সঙ্গে সম্বন্ধ খারাপ হতে পারে। পরিবারে বাদ-বিবাদের স্থিতি তৈরি হতে পারে। তাই সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. মিথুন (Gemini)-অষ্টম ভাবে সূর্য এবং শনি একসঙ্গে থাকায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারে। লম্বা কোনও যাত্রায় যেতে হতে পারে।

৪. কন্যা (Virgo)- আপনার জন্য সময় বিসেষ ভাল যাবে না। সন্তানের দিক থেকে টেনশন আসতে পারে। পড়ুয়াদের জন্য এই সময় উত্থাল-পাতাল হতে পারে। লেখপড়ায় তাঁদের মনোযোগ কম থাকতে পারে।

৫. ধনু (Sagittarius)- বলা যেতে পারে এই সময় আপনার জন্য শুভ নয়। পরিবারে টেনশনের ছায়া আপনাকে হয়রান করতে পারে। আপনার সঞ্চিত ধনসম্পত্তি এই সময় কমে যেতে পারে।

Advertisement

৬. মকর (Capricorn)- আর্থিক সমস্য়া ঘিরে ধরতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। কোনও গভীর রোগে আক্রান্ত হতে পারেন।

৭. মীন (Pisces)- এখন আপনি নিজের অহঙ্কারকে সরিয়ে নিজের জীবনসঙ্গীর সঙ্গে শান্তিপূর্ণ এবং ধৈর্য নিয়ে কথা বলুন। এই সময়ে আপনার পেশার জীবনে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

কাদের জন্য শুভ
১. কর্কট (Cancer)- এই সময় আপনার জন্য শুভ হবে। নতু সংযোগ তৈরি হবে। পদোন্নতি হতে পারে। ব্যবসায়ে লাভের সুযোগ তৈরি হবে।

২. সিংহ (Leo)- পুরনো বিবাদ থেকে মুক্তি মিলবে। লাভের যোগ তৈরি হতে পারে। শ্বশুরবাড়ি থেকে বিশেষ কোনও উপহার পেতে পারেন। 

৩. তুলা (Libra)- বড় লাভ হতে পারে। ব্য়বসায় সাফল্য যোগ রয়েছে। বিদেশ যাত্রায় যেতে পারেন। আটকে থাকা পুরনো ধন পেয়ে যেতে পারেন। 

৪. বৃশ্চিক (Scorpio)- আর্থিক অবস্থায় উন্নতি হবে। চাকরি করেন, এমন মানুষের পদোন্নতি হতে পারে।

৫. কুম্ভ (Aquarius)- সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। ধনলাভের যোগ তৈরি হচ্ছে। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement