Advertisement

Palash Ful Vastu Tips : প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে অপর্ণ করুন এই ফুল, ঘরে সুখ-শান্তি-সমৃদ্ধির অভাব হবে না

জ্যোতিষ শাস্ত্র অনুসারে পলাশ ফুল টাকা পয়সার স্থানে রাখা শুভ ও ফলদায়ক। যদি চান যে ভল্ট বা টাকা পয়সা রাখার স্থান কখনওই খালি না হোক, তাহলে পলাশ ফুল একটি লাল কাপড়ে মুড়িয়ে সেখানে রাখুন। মনে রাখবেন এই কাপড়টা যেন সময়ে সময়ে বদলানো হয়। কিছু দিনের মধ্যেই এর প্রভাব দেখতে পাবেন।

দেবী লক্ষ্মী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 May 2023,
  • अपडेटेड 8:20 PM IST
  • বাস্তুশাস্ত্রে পলাশ ফুলের প্রচুর গুরুত্ব
  • ঘরে রাখলে আসে সমৃদ্ধি
  • জেনে নিন কী করতে হবে

শাস্ত্রে বৃক্ষ ও উদ্ভিদ পুজোর ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কথিত আছে যে গাছের মধ্যে দেবতারা বাস করেন। বাড়িতে এই গাছ-গাছালি লাগালে ইতিবাচক শক্তি আসে এবং সুখ ও সমৃদ্ধিতে ঘর ভরে যায়। পলাশ গাছকে বাস্তুশাস্ত্রে খুবই শুভ বলে মনে করা হয়। এতে ত্রিদেব বাস করেন বলে বিশ্বাস করা হয়। এটি ঘরে লাগালে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় এবং বাড়িতে অর্থ ও শস্যের অভাব হয় না। পলাশ গাছের পাশাপাশি এই ফুলের কিছু প্রতিকারও ভীষণই অলৌকিক।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে পলাশ ফুল টাকা পয়সার স্থানে রাখা শুভ ও ফলদায়ক। যদি চান যে ভল্ট বা টাকা পয়সা রাখার স্থান কখনওই খালি না হোক, তাহলে পলাশ ফুল একটি লাল কাপড়ে মুড়িয়ে সেখানে রাখুন। মনে রাখবেন এই কাপড়টা যেন সময়ে সময়ে বদলানো হয়। কিছু দিনের মধ্যেই এর প্রভাব দেখতে পাবেন।

অন্যদিকে, বাস্তুশাস্ত্র অনুসারে, পলাশ ফুল আপনার বাড়িতে রাখলে বাড়ির বাস্তু দোষ দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তি আসতে শুরু করে।

যদি কোনও ব্যক্তি শনির সাড়ে সাতি, ঢাইয়া বা মহাদশার অশুভ প্রভাব কমানে চান, তাহলে শনিবার কোনও বড় ঠাকুরের মন্দিরে যান এবং শনিদেবকে তেল, কালো তিল ও পলাশ ফুল অর্পণ করুন। এতে শনির অশুভ প্রভাব কমতে শুরু করে।

মঙ্গল যদি কোনও ব্যক্তির উপর অশুভ প্রভাব দেয় তবে বুধবার পলাশ পাতা সংগ্রহ করেতার চারপাশে কিছুটা চাল রাখুন এবং তারপর তাতে জল ঢেলে দিন। 

যদি চান যে বাড়িতে সুখ শান্তি সর্বদা বজায় থাকুক তাহলে শুক্রবার দেবী লক্ষ্মীকে সাদা পলাশ ফুল নিবেদন করুন। এটা করলে ঘরে সুখ আসে।

Advertisement

কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে রবিবার পলাশ গাছের মূল সুতো দিয়ে জড়িয়ে ডান হাতে বাঁধুন। এতে অসুস্থ ব্যক্তি সুস্থ হতে শুরু করেন বলে বিশ্বাস। 

আরও পড়ুন - 'অবসাদে ভুগছে', শুভেন্দুকে টার্গেট কুণালের, খাদিকুলে বিক্ষোভের মুখে TMC

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement