Advertisement

Shani Dev Puja: #শনির দৃষ্টি এড়াতে পুজো করুন গ্রহরাজের! জানুন ব্রত পালনের নিয়মকানুন, মন্ত্র

Shani Dev Vrat: শনিদেব ভক্তদের ভাল কাজের শুভ ফল দেন। তবে যারা খারাপ কাজ করেন তাঁদের শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হয়। শনির মহাদশা যারা কাটাতে চান, তাঁরা পুজো করতে পারেন গ্রহরাজের। জেনে নিন শনির ব্রতর (Shani Vrat) নিয়মকানুন। 

শনির দৃষ্টি এড়াতে পুজো করুন গ্রহরাজের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2021,
  • अपडेटेड 2:56 PM IST
  • হিন্দু বিশ্বাস অনুযায়ী শনিদেব ন্যায়বিচারের দেবতা।
  • মানুষকে তাঁদের কর্মের ভিত্তিতে ফল দেন গ্রহরাজ।
  • শনির মহাদশা যারা কাটাতে চান, তাঁরা পুজো করতে পারেন শনিদেবের।

Shani Dev Vrat: শনিদেব (Shani Dev) ন্যায়বিচারের দেবতা এবং মানুষকে তাঁদের কর্মের ভিত্তিতে ফল দেন তিনি। জ্যোতিষশাস্ত্রে শনি দেবকে নয়টি গ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনির মহাদশার (Shani Mahadasha) কারণে দুর্দশা ভোগ করতে হয়। শনিদেবের নাম শোনা মাত্রই মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে শুরু করে। শনিদেব ভক্তদের ভাল কাজের শুভ ফল দেন। তবে যারা খারাপ কাজ করেন তাঁদের শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হয়।

গত ১১ অক্টোবর, সকাল ৮ টার পর, শনি মার্গীতে (Shani Margi) পরিণত হয়েছে। এই বছর শনির রাশি পরিবর্তন হবে না। আগামী বছর ২৯ এপ্রিল, মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। ফলস্বরূপ, ধনু রাশিতে শনির সাড়ে সাতির অন্ত হবে এবং মীন রাশিতে শুরু হবে সাড়ে সাতির প্রথম পর্যায়। শনির মহাদশা যারা কাটাতে চান, তাঁরা পুজো করতে পারেন গ্রহরাজের। জেনে নিন শনির ব্রতর (Shani Vrat) নিয়মকানুন। 

আরও পড়ুন:  আগামী বছর কবে থেকে পুজো? একই সঙ্গে পড়েছে ৩টি ছুটির দিন!


* শনির ব্রতর নিয়মকানুন

শনিবার সন্ধ্যাবেলা ঘরের বাইরে উঠোনে এই ব্রত পালন করতে হয়। কিংবা কোনও শনি মন্দিরে গিয়েও ব্রত পালন করতে পারেন। গ্রহরাজের পুজোতেও সত্যনারায়ণ পুজোর মতো সিন্নি দেওয়া হয়। সারাদিন উবাস থেকে, সন্ধ্যাবেলা শনিদেবের পুজোর শেষে, ব্রতকথা শুনে নির্মাল্য প্রসাদ গ্রহণ করতে হয়। 

* শনির ব্রতের উপকরণ 

উৎকৃষ্ট ফল ৫ টি, পান, সুপারি, কালো পাড় ধুতি, লোহার আসন, অঙ্গুরীয়, মধুপক্ষের বাটি, মাষকলাই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, মিষ্টি, দই, নৈবেদ্য, ধূপ, প্রদীপ, কালো মাটির ঘট বা লোহার ঘট, গঙ্গাজল, গঙ্গামাটি, ফুল ইত্যাদি। 

Advertisement

এছাড়াও সিন্নির জন্য  লাগে আটা, দুধ, কলা, গুড়, বাতাসা।

আরও পড়ুন:  #শুভবিজয়া! প্রিয়জনকে শুভেচ্ছা পাঠান WhatsApp, Facebook, Instagram-র মাধ্যমে

* শনির ব্রতের ফল 

শনিবারে গ্রহরাজের ব্রত পালন করলে, শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে আপদ -বিপদ, দুঃখ -কষ্ট দূর হয়ে শান্তি বিরাজ করে। শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কেটে যায়। 

* পূজাবিধি 

আচমনাদি সমাপন করে, সংকল্প করে গণেশের পুজো করে ঘট স্থাপন করতে হয় প্রথমে। এরপর শনিদেবের ধ্যানানতে পুজো করুন। 

* শনিদেবের ধ্যান 

ওঁ সৌরাষ্ট্রং কাশ্যপং শূদ্রং সূর্যাস্যাং চতুরাঙ্গুলম। কৃষ্ণং কৃষ্ণাম্বরং গৃধ্রগতং শৌরিং চতুর্ভুজম। উদ্ববাণং শূলং ধনুরহস্তং সমাহ্নয়েৎ। যমাধিদৈবতং দেবং প্রজাপতিপ্রত্যধিদৈবতম। 

আরও পড়ুন:  পরবর্তী সূর্যগ্রহণ কবে? জানুন সূতক কাল, রাহু - কেতুর অবস্থান

* পুজোর মন্ত্র 

ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায় নমঃ। 

* প্রণাম মন্ত্র 

ওঁ নীলঞ্জনচয়ং প্রখ্যং রবিসূতঃ মহাগ্রহম। ছায়ায়াং গর্ভশম্ভুতং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম।  


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement