Advertisement

Swami Vivekananda Birthday : স্বামীজিকে স্বাগত জানাতে সে দিন যৌনকর্মী ডেকেছিলেন জয়পুরের মহারাজা, তারপর...

একবার জয়পুরের রাজা স্বামী বিবেকানন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজকীয় প্রথা অনুসারে, বিবেকানন্দকে স্বাগত জানাতে অনেক নৃত্যশিল্পীকেও ডাকেন রাজা। তাঁদের মধ্যে একজন পতিতাও ছিল। পরে রাজা তাঁর ভুল বুঝতে পারেন যে, সন্ন্যাসীকে আমন্ত্রণ জানাতে পতিতাকে ডাকা ঠিক হয়নি। তবে রাজা যখন এটি বুঝতে পারেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 

স্বামী বিবেকানন্দ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Jan 2023,
  • अपडेटेड 5:01 PM IST
  • আজ বিবেকানন্দের জন্মদিন
  • অল্প বয়সেই সন্ন্যাস নিয়েছিলেন স্বামীজি
  • জানুন তাঁর সন্ন্যাসী হওয়ার পথের একটি কাহিনি

আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী (Swami Vivekananda Birthday), গোটা দেশে যা যুব দিবস (National Youth Day 2023) হিসেবে উদযাপিত হচ্ছে। বিবেকানন্দ খুব অল্প বয়সেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি যখন সন্ন্যাস গ্রহণের পথে, ঠিক সেই সময় একজন পতিতা তাঁকে সন্ন্যাসের প্রকৃত অর্থ বুঝিয়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক গোটা ঘটনাটি।

একবার জয়পুরের রাজা স্বামী বিবেকানন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজকীয় প্রথা অনুসারে, বিবেকানন্দকে স্বাগত জানাতে অনেক নৃত্যশিল্পীকেও ডাকেন রাজা। তাঁদের মধ্যে একজন পতিতাও ছিল। পরে রাজা তাঁর ভুল বুঝতে পারেন যে, সন্ন্যাসীকে আমন্ত্রণ জানাতে পতিতাকে ডাকা ঠিক হয়নি। তবে রাজা যখন এটি বুঝতে পারেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 

বিবেকানন্দ যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তখনও সম্পূর্ণ সন্ন্যাসী হয়ে ওঠেননি। তাই নারীর প্রতি আকর্ষণ এড়ানোর সাধনা করতেন। যেহেতু তিনি সন্ন্যাসী হওয়ার প্রক্রিয়ায় ছিলেন তাই যৌন ইচ্ছাকে দমন করতে নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলেন।

সেই শুনে মহারাজ গিয়ে বিবেকানন্দের কাছে ক্ষমা চান। রাজা বলেন যে, তিনি আগে কখনও কোনও সন্ন্যাসীকে আমন্ত্রণ জানাননি। তাই কী করা উচিত, আর কী নয়, তিনি তা বুঝতে পারেননি। তিনি বিবেকানন্দকে ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান এবং বলেন, ওই মহিলা দেশের সবচেয়ে বড় পতিতা। তাই তাঁকে হঠাৎ করে ফেরত পাঠালে তা অপমানজনক হবে। কিন্তু বিবেকানন্দ খুব রেগে গিয়ে সাফ জানিয়ে দেন যে তিনি পতিতার সামনে যাবেন না।

তাঁর কথা শুনে ওই পতিতা হতাশ হয়ে পড়লেন এবং বিবেকানন্দের জন্য গান গাইতে শুরু করলেন। গানটির মাধ্যমে তিনি বললেন, 'আমি জানি, আমি আপনার যোগ্য নই তবে আপনি আমাকে একটু করুণা করতে পারতেন। আমি জানি আমি নোংরা। কিন্তু আমাকে ঘৃণা করতে হবে না। আমার অস্তিত্ব নেই, আমি অজ্ঞ, আমি পাপী। কিন্তু আপনি তো সাধু, তাহলে আমাকে ভয় পান কেন?' তখন বিবেকানন্দ হঠাৎ নিজের ভুল বুঝতে পারলেন। তিনি ভাবলেন যে, পতিতার মুখোমুখি হতে তাঁর এত ভয় কেন? তাতে দোষ কি?

Advertisement

স্বামীজি আরও বুঝতে পারলেন যে, তাঁর মনে পতিতার প্রতি আকর্ষণের ভয় আছে। এই ভয় ত্যাগ করলে তাঁর মন শান্ত হবে এবং তিনি সন্ন্যাসের পথে অগ্রসর হবেন। গান শুনে তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে পতিতাকে প্রণাম করেন। তিনি পতিতাকে বলেন, 'আজ ভগবান একটা বড় রহস্য উন্মোচন করেছেন। আমি ভয় পেয়েছিলাম যে আমার ভিতরে কিছু লালসা আছে। কিন্তু আপনি আমাকে সম্পূর্ণভাবে পরাজিত করেছেন। এমন শুদ্ধ মন আগে দেখিনি।'তিনি আরও বলেন, 'এখন আপনার সঙ্গে একা থাকলেও আমার মনে কোনও ভয় থাকবে না।'
 

আরও পড়ুন - 'শুধু বড় লোক হয়ো না, বড় মানুষ হও', স্বামীজির ১০ বার্তা; যা আমাদের আজও অনুপ্রাণিত করে

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement