Vastu Tips : বাড়ির সদর দরজা বা প্রধান ফটক সুখের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়। এখান ঘরে দিয়েই ঘরে প্রবেশ করে সুখ ও সমৃদ্ধি। এই জায়গা থেকেই নির্ধারিত হয় ঘরে বসবাসকারী মানুষের ভাগ্য। প্রধান দরজা ঠিক না থাকলে ঘরে কখনও সুখ থাকে না। বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রাখতে সদর দরজায় বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। আর সেগুলি সঠিক উপায়ে ব্যবহার করলে অনেক উপকারও পাওয়া যায়।
মঙ্গল কলস
কলস মানেই সমৃদ্ধি। এটি শুক্র এবং চাঁদের প্রতীক। কলস স্থাপন প্রধানত দুটি স্থানে করা যেতে পারে। প্রধান দরজা এবং ঠাকুর ঘরের দরজায় রাখা কলসের মুখ চওড়া ও খোলা থাকতে হবে। সেটি জল দিয়ে ভর্তি থাকা উচিত। সম্ভব হলে কিছু ফুলের পাপড়ি তাতে দিতে হবে। সদর দরজায় জল ভর্তি কলস রাখলে ঘরে সমৃদ্ধি আসে। ঘরে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করে না।
আম্রপল্লব
কোন শুভ কাজ বা উৎসবের আগে প্রধান দরজার আম্রপল্লব লাগানো হয়। মঙ্গলবার আম্রপল্লব লাগানো বিশেষ শুভ। আম পাতায় সুখকে ধরে রাখার ক্ষমতা রয়েছে। এই পাতার বিশেষ সুগন্ধ মনের দুশ্চিন্তাও দূর করে।
স্বস্তিক
এটি এক ধরনের বিশেষ চিহ্ন। সাধারণত এটি কোনও স্থানের শক্তি বৃদ্ধি, হ্রাস বা ভারসাম্য আনতে ব্যবহৃত হয়। এর ভুল ব্যবহার আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং সঠিক ব্যবহার আপনাকে জীবনের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে। লাল এবং নীল রঙের স্বস্তিক বিশেষভাবে প্রভাবশালী বলে মনে করা হয়। বাড়ির মূল দরজার দুপাশে লাল স্বস্তিকা লাগালে বাড়ির বাস্তু ও দিক দোষ দূর হয়। মাঝখানে মূল দরজার উপরে নীল স্বস্তিকা রাখলে বাড়ির মানুষের স্বাস্থ্যও ভাল থাকে।
গণেশর মূর্তি বা ছবি
বাড়িতে সুখ শান্তি বজার রাখতে প্রধান দরজায় ভগবান গণেশের ছবি বা মূর্তি রাখা ভাল। কিন্তু সেই ছবি বা মূর্তি নিয়ম অনুযায়ী না লাগালে সমস্যা বাড়বে। গণেশের মূর্তি বা ছবি দরজার ভিতর দিকে লাগান। তাতে কাজে সফলতা আসবে। কিন্তু বাইরে লাগালে অর্থকষ্ট বাড়বে।
আরও পড়ুন - ৮ সন্তানের মায়ের Video Viral, ফিটনেসের রহস্য জানেন?