২০২২ সালের শেষ মাস চলছে। বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই নতুন বছর ২০২৩। আর সবাই চান, এই বছর যা অপ্রাপ্তি, ব্যর্থতা, সবকিছু কেটে যাক। নতুন বছরে শুধুই আসুক সাফল্য। করোনার কারণে বিগত ২টি বছর প্রায় প্রতিটি মানুষের জীবনই নানা সমস্যার মধ্যে দিয়ে গেছে। অনেকেই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছেন। তবে ২০২২ থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। মানুষ চাইছেন আগামী বছর যেন সমস্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। আর সেই কারণে এখানে এমন কিছু বাস্তু টিপস দেওয়া হল যা নতুন বছরকে আনন্দ ও খুশিতে ভরিয়ে তুলবে। এটি শুধু ধন-সম্পদই বাড়বে না, ঘরে সুখ-শান্তির পরিবেশও তৈরি করবে।
বাড়ির সদর দরজায় ঘোড়ার নাল রাখুন (Ghorar Nal)
বাস্তুশাস্ত্রে ঘোড়ার নালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং সারা ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। এতে ঘরে আসে সুখ সমৃদ্ধি। তাই বাড়ির প্রধান দরজার ঘোড়ার নাল রাখলে নেতিবাচক শক্তি ঘর থেকে দূরে থাকে। তাহলে নতুন বছরে বাড়িতে অবশ্যই লাগান ঘোড়ার নাল।
বাড়িতে বেশকিছু আয়না লাগান (Mirror For Good Luck)
বাস্তুশাস্ত্র অনুযায়ী, আয়না ঘরের উন্নতির জন্য খুবই কার্যকরী। আর সেই কারণে সঠিক আয়না নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। বাস্তু বলছে, ঘরে নতুন আয়না নতুন বছরে নতুন সুখ এনে দেবে। এতে ঘরে সমৃদ্ধি আসে।
বাড়িতে বাঁশের চারা লাগান (Bamboo Tree For Home)
বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন, বাঁশ গাছ দীর্ঘায়ুর জন্য খুবই পরিচিত। তাই বছরের শুরুতে বাড়িতে একটি বাঁশের চারা আনুন। তাতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। বাঁশ গাছ বাড়ির ইতিবাচক শক্তি বজায় রাখে। এর সঙ্গে এটি ঘরে সম্পদ নিয়ে আসে। তাই নতুন বছরে নিজেকে আর্থিকভাবে মজবুত করতে ঘরে আনতেই পারেন বাঁশের চারা।
আরও পড়ুন - শুভেন্দুর বিরুদ্ধে সমস্ত FIR-এ স্থগিতাদেশ, চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা