Vastu Tips: বাস্তু বলছে, বাড়ির ছাদে অদরকারি জিনিসপত্র রাখা হলে নেগেটিভ ফল হতে পারে। এর ফলে সেই বাড়িতে থাকা সদস্যদের শারীরিক অবস্থার ওপর খারাপ প্রভাব পড়ে। এর পাশাপাশি দেবী লক্ষ্মীও রুষ্ট হতে পারেন।
সমস্যা আরও
আর সব সময় ধনসম্পত্তির অভাব দেখা দিতে পারে। জ্যোতিষ অনুসারে, বাড়ির ছাদ সব সময় সাফ রাখা দরকার। সেখানে কয়েকটি জিনিস রাখাকে খুবই অশুভ ভলে মানা হয়। আসুন জেনে নিই ছাদে কোন জিনিস রাখা যায় না।
বাড়ির ছাদে যে যে জিনিস রাখা ঠিক নয়-
১. কুঁজো, ভাঙা গামলা - বাড়ির ছাদে অনেক সময় কুঁজো, ভাঙাচোরা গামলসা রাখা হয়। এগুলো অশুভ বলে মানা হয়
২. ময়লা - বাড়ির ছাদে কখনই কোনও রকমের ময়লা রাখা ঠিক নয়
৩. পাতা - বাড়ির আশপাশে গাছ থাকলে সেটির পাতা যেন না জমে। সেগুলো সাফ করে রাখা দরকার
৪. বাঁশ - আমাদের বাড়ির ছাদে বাঁশ রাখা অশুভ বলে মানা হয়
৫. ঝাঁটা - তেমনই আরও একটি জিনিস হল ঝাঁটা। এটা বাড়ির চাদে রাখা ঠিক নয়
৬. দড়ি - বাড়ির ছাদে রাখা কাপড় শুকোনোর দড়ি বেঁধে রাখুন। কোনও রকমর দড়ি বা দড়ির গুচ্ছ রাখা ঠিক নয়
আরও পড়ুন: তেতোর অনেক গুণ, হিসেব মতো না খেলেই ভয়ঙ্কর বিপদ
৭ - মরচে পড়ে যাওয়া জিনিস - খেয়াল রাখতে হবে যাতে মরতে পড়ে যাওয়া জিনিস যেন ছাদে না থাকে
৮ - কাঠের জিনিস - ছাদে কোনও রকমের বেকার কাঠের জিনিস রেখে দেওয়া ঠিক নয়
৯ - রদ্দি - আপনার বাড়ির ছাদে পুরনো কাগজ, বই বা খাতার মতো রদ্দি জিনিস রাখবেন না