Advertisement

অর্থনীতি

DA Hike: ফের DA বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের! সিদ্ধান্ত হতে পারে আজই

Aajtak Bangla
  • 21 Dec 2021,
  • Updated 1:02 PM IST
  • 1/7

লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ফের সুখবর পেতে পারেন। সপ্তম বেতন কমিশনের মতে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (DA) আবারও বাড়তে পারে! এবার তা বাড়িয়ে ৩১ শতাংশ করা হতে পারে। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন অনেকটাই বাড়তে পারে।

  • 2/7

সপ্তম বেতন কমিশনে দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা আজ দীপাবলির আগে একটি সুখবর পেতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ তাদের মহার্ঘ্য ভাতা ৩% বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করতে পারে। 

  • 3/7

এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এর সুবিধা পেতে পারেন। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেই সরকার মহার্ঘ্য ভাতা (ডিএ হাইক) ১১ শতাংশ বাড়িয়ে ২৮ শতাংশ করেছে। আগে ১৭ শতাংশ হারে ডিএ দেওয়া হত। 

  • 4/7

DA-তে ৩ শতাংশ বৃদ্ধি মানে এখন মহার্ঘ্য ভাতা (DA) হবে ৩১ শতাংশ। ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী এই বৃদ্ধির সুবিধা সরাসরি পাবেন।

  • 5/7

আসলে, শ্রম মন্ত্রক AICPI (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স) এর গত তিন মাসের পরিসংখ্যান প্রকাশ করেছে। এর মধ্যে জুন, জুলাই এবং আগস্টের সংখ্যা অন্তর্ভুক্ত ছিল। 

  • 6/7

AICPI সূচক আগস্টে ১২৩ পয়েন্টে পৌঁছেছে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সরকার মহার্ঘ্য ভাতার ক্ষেত্রে আরও অগ্রগতি করতে পারে। এর ভিত্তিতে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ্য ভাতা নির্ধারণ করা হয়।

  • 7/7

বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ২৮ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে। এই বর্ধিত মহার্ঘ্য ভাতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জুলাই মাসের বেতনের সাথে যুক্ত করা হয়েছে।

Advertisement
Advertisement