Advertisement

অর্থনীতি

ভারত-EU 'মাদার অফ অল ডিলস'-এ ট্রাম্পকে শায়েস্তা? 'দাদাগিরি' খতমের ইঙ্গিত

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Jan 2026,
  • Updated 7:17 PM IST
  • 1/6

সাধারণতন্ত্র দিবসের পরের দিনই বড়সড় ডিল ফাইনাল করে ফেলল ভারত। দীর্ঘ ১৮ বছর পর ভারত-EU-র মধ্যে স্বাক্ষরিত হল মুক্ত বাণিজ্য চুক্তি। একাধিক বিশেষজ্ঞরা দাবি করছেন, যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর টানা শুল্ক আরোপ করছিলেন, তার সোজাসাপ্টা জবাব এই চুক্তি। যদিও ভারত-EU-র 'মাদার অফ অল ডিলস'-এ রেগে কাঁই 'ড্যাডি'ট্রাম্প।
 

  • 2/6

কেন ডোনাল্ড ট্রাম্পকে 'ড্যাডি' বলা হচ্ছে?

গত বছর ন্যাটো প্রধানের দেওয়া 'ড্যাডি' ডাকনামটি এখন ট্রাম্পকে একজন কর্তৃত্ববাদী হিসেবে তুলে ধরার জন্য ব্যবহার করা হয়। সারা বিশ্বের কাছে এখন ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি বিরোধী এবং বন্ধু, উভয়কেই নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন।

  • 3/6

কেন ট্রাম্প এই চুক্তিতে রেগে যাবেন?

আসলে ভারতের উপর ৫০ শতাংশ পারস্পরিক শুল্ক চাপিয়ে আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে বার্তা দিতে চেয়েছিল। কিন্তু নয়াদিল্লি আমেরিকার চোখরাঙানি উপেক্ষা করে যেভাবে ইউরোপীয় সংগঠনটির সঙ্গে চুক্তি করল তা অবাধ্যতা হিসেবে দেখবেন ট্রাম্প। অন্যদিকে, EU-ও আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করেছে।
 

  • 4/6

ভারত-ইইউ বাণিজ্য চুক্তি যে 'ড্যাডি'-কে নাড়া দিয়েছে তা সোমবার আরও স্পষ্ট হয়ে ধরা পড়েছে। কারণ ট্রাম্পের অন্যতম সহযোগী এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, ইউরোপ ভারতের সঙ্গে এই চুক্তির মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে অর্থায়ন করছে।
 

  • 5/6

স্কট বেসেন্ট বলেছেন, "রাশিয়ান তেল কেনার জন্য আমরা ভারতের উপর ২৫% শুল্ক আরোপ করেছি। ভাবুন তো গত সপ্তাহে কী হয়েছিল? ইউরোপীয়রা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।" 
 

  • 6/6

ট্রাম্পও এই চুক্তির জন্য দায়ী

বিশেষজ্ঞরা বলছেন ১৮ বছর পর সফল ভাবে এই FTA-র জন্য ট্রাম্প নিজেই কিছুটা দায়ী। ট্রাম্পের শুল্ক হুমকি ও বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আদায় কাঁচকলা সম্পর্ক ভারত ও ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত এই চুক্তি সফল করার দিকে এগিয়ে দিয়েছে। 

Advertisement
Advertisement