Advertisement

অর্থনীতি

7th Pay Commission: ফের DA বাড়তে পারে কেন্দ্র সরকারি কর্মীদের! কত শতাংশ বাড়বে জানেন?

Aajtak Bangla
  • 27 Aug 2021,
  • Updated 12:56 PM IST
  • 1/7

লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী আরেকটি সুখবর পেতে পারেন। সপ্তম বেতন কমিশনের মতে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (DA) আবারও বাড়তে পারে! এবার তা বাড়িয়ে ৩১ শতাংশ করা হতে পারে। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন অনেকটাই বাড়তে পারে। 

  • 2/7

অনেক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, কেন্দ্র সরকার জুন মাসের মহার্ঘ্য ভাতা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য আসেনি।

  • 3/7

এআইসিপিআই (AICPI)-এর জুনের তথ্য থেকে মেলা ইঙ্গিত অনুযায়ী, মহার্ঘ্য ভাতা আরও ৩ শতাংশ বাড়ানো হতে পারে। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘ্য ভাতা বেড়ে ৩১ শতাংশ হতে পারে।

  • 4/7

বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ২৮ শতাংশ মহার্ঘ্য  ভাতা দেওয়া হচ্ছে। এই বর্ধিত মহার্ঘ্য ভাতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জুলাই মাসের বেতনের সাথে যুক্ত করা হয়েছে। 

  • 5/7

যদি মহার্ঘ্য ভাতা আরও ৩ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন অনেকটাই বৃদ্ধি হতে পারে। সরকার শীঘ্রই এ বিষয়ে একটি ঘোষণা করতে পারে। 

  • 6/7

১ জুলাই, ২০২১ থেকে ডিএ এবং ডিআর ১৭ থেকে ২৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

  • 7/7

কেন্দ্রীয় সরকার বলছে, এই বৃদ্ধি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের আগের ক্ষতি পুষিয়ে দেবে। কিন্তু সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বকেয়া টাকা দিতে প্রস্তুত ছিল না। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে শিলমোহর পড়লে ওই ক্ষতি অনেকটাই পুষিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞ মহলের।

Advertisement
Advertisement