Advertisement

অর্থনীতি

7th Pay Commission: এ মাসের মাইনের সঙ্গে মোটা টাকা ঢুকবে রেলকর্মীদের অ্যাকাউন্টে

Aajtak Bangla
  • 06 Apr 2022,
  • Updated 6:04 PM IST
  • 1/8

সম্প্রতি, কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে ৩৪ শতাংশ করেছে। এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২২ থেকে কার্যকর বলে বিবেচিত হবে৷

  • 2/8

মিডিয়া রিপোর্ট অনুসারে, রেলওয়ে তার সমস্ত অঞ্চলকে কর্মচারিদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বাড়ানোর জন্য বলেছে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন রেলের ১৪ লাখ রেল কর্মচারি।

  • 3/8

ভারতীয় রেলের কর্মীরা শীঘ্রই মোটা অঙ্কের অর্থ পেতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের পর রেলওয়েও বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছে। তারা যদি তিন মাসের ডিএ বকেয়া পায়, তাহলে কর্মচারীরা মোটা টাকা পাবেন।

  • 4/8

ভারতীয় রেলের লক্ষ লক্ষ কর্মচারি এবং পেনশনভোগীরা শীঘ্রই মোটা বেতন পেতে চলেছেন। কেন্দ্রের পর রেলওয়েও সমস্ত জোনে তার কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর নির্দেশ দিয়েছে। এতে উপকৃত হবেন রেলের ১৪ লাখ রেল কর্মচারি।

  • 5/8

বর্তমানে সরকার ডিএ বাড়িয়ে ৩৪ শতাংশ করেছে। ২০২১ সালের জুলাই মাসে মহার্ঘ্য ভাতা ছিল ১৭ শতাংশ অর্থাৎ গত ৯ মাসে তা দ্বিগুণ হয়েছে।

  • 6/8

জুলাই মাসে সরকার ডিএ বাড়িয়ে ১১ শতাংশ করেছিল। যার কারণে তা হয়েছে ২৮ শতাংশ। এরপর নভেম্বরে তা ৩ শতাংশ বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়।

  • 7/8

ডিএ বাড়ানোর পর বেতন কত বাড়বে? কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের ৩৪ শতাংশ মহার্ঘ্য ভাতা পাবেন। যদি একজন কর্মচারীর মূল বেতন হয় ১৮,০০০ টাকা।

  • 8/8

তাই আগে কর্মচারী ৩১ শতাংশ ডিএ হারে ৫,৫৮০ টাকা ডিএ পেয়েছিলেন। সাম্প্রতিক বৃদ্ধির পরে, কর্মচারী ৬,১২০ টাকা ডিএ পাবেন। এর মানে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ৫৪০ টাকা বৃদ্ধি পাবে।

Advertisement
Advertisement