বাড়ছে প্রভিডেন্ট ফান্ডের ( Provident Fund) সুদের হার। চলতি অর্থবর্ষে (2020-21) EPFO তার গ্রাহকদের জমা দেওয়া টাকার উপর সুদের হার বাড়াতে চলেছে৷ এই মাস থেকেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে EPFO। বৃদ্ধি পাওয়ার পর প্রভিডেন্ট ফান্ডে সুদের হার দাঁড়াচ্ছে ৮.৫ শতাংশ।
এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সদস্যরা বিভিন্ন উপায়ে EPF অ্যাকাউন্টে নিজেদের জমা টাকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ইউনিফাইড সদস্য পোর্টাল, missed call, SMS এবং EPFO ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য পাওয়া যাবে।
কিন্তু কবে নাগাদ পাওয়া যাবে প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা? নতুন অর্থবর্ষেরও চার মাস কেটে গিয়েছে। এখনও গ্রাহকের অ্যাকাউন্টে গত অর্থবর্ষের প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা জমা পড়েনি।
প্রতি বছর মার্চ মাস পর্যন্ত মোট ১২ মাসে যে টাকা প্রভিডেন্ট ফান্ডের সুদ বাবদ গ্রাহকের পাওনা থাকে, তা এপ্রিলেই মিটিয়ে দেওয়ার রীতি ছিল। তবে বিগত বছর দুই-তিনেক ধরে এই নিয়ম মানা হচ্ছে না।
কখনও চার মাস তো কখনও ছ’মাসের মাথায় প্রভিডেন্ট ফান্ডের সুদ বাবদ প্রাপ্য টাকা পাচ্ছেন EPFO গ্রাহক। গত অর্থবর্ষে ১০ মাসের মাথায় এই বকেয়া টাকা পেয়েছেন দেশের লক্ষ লক্ষ গ্রাহক।
প্রভিডেন্ট ফান্ডে সুদের পরিমাণ বাড়লেও সুদ বাবদ প্রাপ্য টাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজশন (EPFO) কবে নাগাদ গ্রাহকদের দেবে, সে নিয়েই এখনও সংশয় থেকে যাচ্ছে। সম্প্রতি টুইটারে এ নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন অনেকে।
কবে প্রভিডেন্ট ফান্ডের সুদ বাবদ প্রাপ্য টাকা পাচ্ছেন EPFO গ্রাহকরা? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজশন (EPFO) জানিয়েছে, আরও কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়বে প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্য সুদ। আপাতত তারই প্রসেসিং চলছে।