এখন ব্যাঙ্কের অনেক কাজই হয় অনলাইনে। তবে কিছু কাজের জন্য যেতেই হয় ব্যাঙ্কে। সেপ্টেম্বর মাসে বেশ কয়েক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিভিন্ন কারণে ব্য়াঙ্ক বন্ধ রাখা হবে। রিজার্ভ ব্যাঙ্ক সেই তালিকার ব্য়াপারে জানিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে ১২ দিন ব্য়াঙ্ক বন্ধ থাকছে। ফলে ব্যাঙ্কের কোনও কাজ থাকলে, তাড়াতাড়ি সেরে ফেলাই ভাল।
কারণ দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। ফলে ব্যাঙ্কে কোনও কাজ থাকলে তা আগেভাগে সেরে ফেলাই ভাল।
না হলে হয়রান হওয়ার আশঙ্কা রয়েছে। তখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা যাবে না।
এখন প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্য়াঙ্কে ছুটি থাকে। এর বাইরেও চলতি মাসে বেশ কিছু ছুটি রয়েছে। তাই বন্ধ থাকবে ব্য়াঙ্ক।
এবার দেখে নেওয়া যাক কোন কোন দিন ব্য়াঙ্ক বন্ধ থাকতে চলেছে। সেপ্টেম্বর মাসের ৫, ১১, ১২, ১৯, ২৫ এবং ২৬ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে ১১ এবং ২৫ তারিখ শনিবার। মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্য়াঙ্কে ছুটি থাকে।
আরবিআই (RBI)-এর নিয়ম অনুসারে কিছু উৎসবের জন্য ব্য়াঙ্কে ছুটি থাকে। আর বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসবের জন্য এনআই আইন (Negotiable Instrument Act)-এ ছুটি থাকে।
এ মাসে শ্রীমন্ত শঙ্করদেবের তিথি, কর্ম পুজো, ইন্দ্রযাত্রা এবং নারায়ণ গুরু সমাধি দিবস রয়েছে।
স্থানীয় উৎসবের কথা মাথায় রেখে প্রথম ছুটি ৮ সেপ্টেম্বর। ওইদিন গোয়াহাটিতে ছুটি থাকছে। ওই দিন শ্রীমন্ত শঙ্করদেবের তিথি। এর পরের দিন গ্য়াংটকে ছুটি থাকবে। এর কারণ সেখানে রয়েছে হরিতালিকা তীজ। আর সে কারণে সেখানে ছুটি থাকবে।
দেশের বিভিন্ন প্রান্তে মহা ধূমধাম করে গণেশ চতুর্থী পালন করা হয়। সে কারণে ব্য়াঙ্কে ১০ সেপ্টেম্বর ছুটি থাকবে। আবার কোনও কোনও জায়গায় গণেশ চতুর্থীর ছুটি পরের দিনও হতে পারে। মানে ১১ সেপ্টেম্বরও হতে পারে। নির্ভর করছে পঞ্জিকার ওপর।
১৭ তারিখ রয়েছে কর্ম পুজো। আর সে কারণে ওইদিন ব্য়াঙ্কের পরিষেবা পাওয়া যাবে না। রাঁচিতে ওই দিন ছুটি থাকবে।
গ্যাংটকে ২০ সেপ্টেম্বর রয়েছে ইন্দ্র যাত্রা। আর তাই সে কারণে ওইদিন ছুটি থাকবে। ২১ সেপ্টেম্বর কোচি এবং তিরুঅনন্তপুরমে শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস। আর সে কারণে সেখানে থাকবে ছুটি।