Advertisement

অর্থনীতি

Budget 2025 Income Tax Slabs: এবারের বাজেটে পুরনো আয়কর কাঠামো শেষের পথে? যা জানা যাচ্ছে...

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2025,
  • Updated 11:00 AM IST
  • 1/11

আর কয়েক দিন পরেই পূর্ণাঙ্গ বাজেট (Budget 2025) পেশ করবে মোদী সরকার। পয়লা ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। 
 

  • 2/11

২০২৪ সালের বাজেটে ভারতের কর কাঠামোকে সংস্কার করে আধুনিক করার উপর জোর দেওয়া হয়েছিল। কর কাঠামোকে সরলীকরণ করাই যার লক্ষ্য।
 

  • 3/11

বর্তমানে নতুন কর কাঠামোয় কোনও লগ্নিতে কোনও ধারায় ছাড় নেই। কিন্তু পুরনো কর কাঠামোতে রয়েছে। 
 

  • 4/11

অর্থনীতিবিদরা ও ভারতের করদাতাদের দাবি, কর স্ল্যাবে পরিবর্তন করে ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক। সে ক্ষেত্রে নতুন কর কাঠামোতে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোরও দাবি রয়েছে।
 

  • 5/11

গতবারের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছিল। নতুন কর কাঠামোতে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ কর ছাড়। 
 

  • 6/11

এবারের বাজেটে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI প্রস্তাব দিয়েছে, পুরনো কর কাঠামোতে সব ধরনের ছাড় তুলে দিক সরকার। 
 

  • 7/11

নতুন কর কাঠামোতে ছাড় বাড়িয়ে করদাতাদের নতুন কর কাঠামোতে শিফট করানোর উপর জোর দেওয়া হোক। 

  • 8/11

তার ফলে দেশের ৮.২ কোটি করদাতা নতুন কর কাঠামোতে সরল প্রক্রিয়ায় আয়কর দিতে পারবেন। 
 

  • 9/11

SBI-এর আরও প্রস্তাব, ন্যাশনাল পেনশন স্কিমে ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা থেকে১ লক্ষ টাকা করা হোক। 

  • 10/11

একই সঙ্গে স্বাস্থ্যবিমায় 80D ধারায় ছাড়ের পরিমাণ বর্তমানে ২৫ হাজার টাকা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হোক। 
 

  • 11/11

সবাই যদি নতুন কর কাঠামোতে চলে যায়, তাহলে কী হবে? স্টেট ব্যাঙ্কের প্রস্তাব, এর ফলে আয়কর নিয়ে জটিলতা থাকবে না। আয়কর আদায়ে কোনও রকম ঝক্কি থাকবে না। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement