Employees Provident Fund-র গ্রাহকদের জন্য বড় খবর। আগেই শোনা গিয়েছিল, পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে এটিএমের মাধ্যমে। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি শুরু হবে এই পরিষেবা।
২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই পিএফের টাকা ATM থেকে তুলতে পারবেন গ্রাহকরা। EPFO এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা CBT এই নিয়ে বৈঠকে বসবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।
সেই সভা থেকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এটিএমে এই টাকা তোলা চালু হয়ে গেলে আর অনলাইনে আবেদন করতে হবে না। সরাসরি এটিএম থেকেই টাকা তুলে নিতে পারবেন।
তবে এটিএমে টাকা তোলার একটা সীমা থাকবে। অর্থাৎ সর্বোচ্চ কত টাকা তোলা যাবে তা ঠিক করে দেওয়া হবে।
অর্থমন্ত্রক এই নিয়ে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেতে শুরু করেছে। কর্মকর্তারা মনে করছেন, পিএফের এটিএম পরিষেবা চালু হয়ে গেলে গ্রাহকদের সুবিধা হবে।
বর্তমানে পিএফের টাকা তোলার জন্য ক্লেম ফাইল করতে হয় এবং এরপর টাকা পাওয়ার জন্য অপেক্ষাও করতে হয় অনেকটা। তবে এটিএম থেকে টাকা তোলার পরিষেবা চালু হলে আর অপেক্ষা করতে হবে না।
প্রসঙ্গত, বর্তমানে ৭.৮ কোটি মানুষ ইপিএফওর অধীনে নিবন্ধিত। ইপিএফওতে ২৮ লক্ষ কোটি টাকারও বেশি জমা করেছেন।
সূত্রের খবর, ইপিএফওর গ্রাহকদের এটিএম কার্ড দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তার মাধ্যমে তাঁরা টাকা তুলতে পারবেন।
আগে যদিও জানা গিয়েছিল, এটিএম চালু হলে ইউপিআইও চালু হয়ে যাবে। প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে ইউপিআইয়ের সংযুক্তিকরণকে আর্থিক বিশ্লেষকদের একাংশ ইপিএফওর সংস্কার কর্মসূচি বলে উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞদের দাবি, এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষের সুবিধা হবে। তাঁরা প্রয়োজন মতো টাকা তুলে নিতে পারবেন।