Paytm Payments Bank-এর উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নিষেধাজ্ঞা জারির পরে আরও বিপদ বাড়ল Paytm-এর। গত ২৪ ঘণ্টায় তিনটি ধাক্কা খেল পেটিএম।
এবার Paytm Payments Bank-এর বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল EPFO।
এবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে EPFO ক্লেম সেটলমেন্টও বন্ধ হয়ে গেল।
অর্থাত্ ইপিএফও বা প্রভিডেন্ট ফান্ডের টাকার আবেদন বা গ্রহণ, কিছুই করা যাবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে।
যার নির্যাস, আজ অর্থাত্ শুক্রবার বড়সড় পতন হল Paytm-এর শেয়ারেও। বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন পেটিএম-এর ডিরেক্টর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) মঞ্জু আগরওয়াল।
Paytm Payments Bank নিয়ে EPFO জানিয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত কোনও লেনদেন আর করা যাবে না।
EPFO-র তরফে দেশের সমস্ত শাখা অফিসকে নির্দেশিকায় জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে Paytm Payments Bank-এর মাধ্যমে ইপিএফও সংক্রান্ত কোনও লেনদেনের আবেদন গ্রহণ করা যাবে না।
বস্তুত, Paytm Payments Bank ও এয়ারটেল পেমেন্টস-এর মাধ্যমে ইপিএফও লেনদেনের অনুমতি ২০২৩ সালেই দিয়েছিল EPFO।