Advertisement

অর্থনীতি

Gold Price Today : ব্যাঙ্ক ডুবছে, ওদিকে রেকর্ড ৬০ হাজার টাকা ছাড়াল সোনার দাম, কত আজ?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Mar 2023,
  • Updated 4:28 PM IST
  • 1/6

আমেরিকা থেকে শুরু হওয়া ব্যাঙ্কিং সঙ্কট এখন বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। যার জেরে শেয়ার বাজারেও ভীষণ উত্থানপতন দেখা যাচ্ছে। অর্থনৈতিক সঙ্কটের পরিস্থিতিতে, বিশেষত ভারতের মতো দেশে সোনাকে বিনিয়োগের ফেভারিট মাধ্যম হিসেবে ধরা হয়। বর্তমানে তেমনই একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। MCX-এ এই প্রথমবার সোনার দাম প্রতি ১০ গ্রাম ৬০ হাজার টাকার পৌঁছেছে।  
 

  • 2/6

যে সমস্ত কারণে বাড়ল দাম
এই প্রসঙ্গে মার্কেট বিশেষজ্ঞ অনুজ গুপ্ত জানাচ্ছেন, সোনার দাম বাড়ার প্রধান কারণ হল আমেরিকা ও অন্যান্য দেশে ব্যাঙ্কিং সঙ্কট (Banking Crisis), ডলারের দুর্বলতা এবং শেয়ারবাজারে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ দ্রুত বেড়েছে।

  • 3/6

স্টক মার্কেটে পতনের কারণে সোনা যে সাপোর্ট পেয়েছে তার কারণে, এক সপ্তাহ আগে সোনা যা ৫৫,০০০-এর কাছাকাছি লেনদেন করছিল, এখন তা প্রতি দশ গ্রাম ৬০,০৬৫ টাকায় পৌঁছেছে। এর আগে, MCX-এ এর সর্বকালের সর্বোচ্চ দাম ছিল প্রতি ১০ গ্রাম ৫৮,৮৪৭ টাকা। 

  • 4/6

৬২ হাজার পর্যন্ত উঠতে পারে দাম
বিশেষজ্ঞদের মতে, সোনার দামের এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং আগামী মাসে সোনা প্রতি ১০ গ্রাম ৬২,০০০ টাকা স্পর্শ করতে পারে। সঙ্কটের মুহূর্তে নিরাপত্তার সন্ধানে মানুষ এখন সোনায় বিনিয়োগের ওপর আস্থা রাখছেন। এছাড়া টাকার দামের পতনের প্রভাবও সোনার দাম বাড়াতে সাহায্য করছে। 
 

  • 5/6

এই হল ২৪ থেকে ১৮ ক্যারটের দাম
ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স (IBJ) এর মতে, ২৪ ক্যারেট ফাইন সোনার দাম ৫৯,৬৭০ টাকা প্রতি ১০ গ্রাম (Gold Price Today)। ২২ ক্যারেট সোনার দাম ৫৮,২৪০ টাকা প্রতি ১০ গ্রাম। ১৮ ক্যারেটের দাম ৪৮,৩৩০ টাকায় পৌঁছেছে। গহনা তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রেই ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। তবে কিছু মানুষ ১৮ ক্যারেট সোনাও ব্যবহার করেন।
 

  • 6/6

আবগারি শুল্ক, কর এবং মেকিং চার্জের কারণে সারা দেশে সোনার দাম পরিবর্তিত হয়। গয়নার ওপরে ক্যারেট অনুযায়ী হল মার্ক করা থাকে। যেমন ২৪ ক্যারেট সোনার গহনার উপর লেখা থাকে ৯৯৯, ২২ ক্যারেটের উপর লেখা থাকে ৯১৬ এবং ১৮ ক্যারেটের উপর লেখা থাকে ৭৫০।  
 

Advertisement
Advertisement