Advertisement

অর্থনীতি

Gold, Silver Price Drop: প্রায় ৬০০ টাকা সস্তা হল সোনা, ১৫০০ টাকা পড়ল রুপোর দর; গয়না কেনার সেরা সময় এখনই

Aajtak Bangla
  • 10 Oct 2022,
  • Updated 1:52 PM IST
  • 1/9

Gold Silver Rate: উৎসবের মরসুমে সোনা-রুপোর চাহিদা এখন ঊর্ধ্বমুখী। এরই মধ্যে সোমবার দেশের বুলিয়ন বাজারে সোনা আর রুপোর দরে আজ বড়সড় পতন হয়েছে।

  • 2/9

সোনার দর তার গত সেশনের তুলনায় ১.১০ শতাংশ কমেছে। পাশাপাশি রুপোর দর আজ কেজিতে প্রায় দেড় হাজার টাকা সস্তা হয়েছে। উৎসবের মরসুমে সস্তায় সোনা-রুপোর গয়না কেনার এটাই সেরা সুযোগ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সোনা-রুপোর সর্বশেষ দর...

  • 3/9

দেশের বুলিয়ন বাজারে আজ সোনার দামে বড় ধরনের পতন হয়েছে এবং রুপোর দাম প্রায় ১৫০০ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম কম হওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও।

  • 4/9

বিগত কয়েকদিনে বিশ্ববাজারে সোনার চেয়ে দ্রুত হারে পতন হচ্ছে রুপোর দরে। আজ যেখানে অভ্যন্তরীণ বাজারে সোনা সস্তা হয়েছে, সেখানে রুপোর দরেও বড়সড় পতন হয়েছে।

  • 5/9

ফিউচার মার্কেটে ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার দর ৫৭০ টাকা বা ১.১০ শতাংশ কমে ৫১,৩৯০ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে। এইগুলি হল এর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বরের ফিউচারের দাম। 

  • 6/9

আপনি যদি আজ সোনা কেনেন, তাহলে আপনি প্রতি ১০ গ্রামে ৫৭০ টাকার একটি বিশাল ছাড় পাবেন৷ রুপোর দরের কথা বললে, তা প্রায় ২.৫ শতাংশ পড়েছে। আজ, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সিলভার ডিসেম্বর ফিউচার দর ১,৪৭৮ টাকা বা ২.৪৪ শতাংশ কমে ৫৯,৩০৭ টাকা প্রতি কেজি হয়েছে।

  • 7/9

আজ দিনের শুরুর লেনদেনে রুপোর প্রতি কেজি ৬০,০০০ টাকায় শুরু হয়েছিল, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এর দরে পতন বাড়তে থাকে এবং এখন রুপো ৫৯,৫০০ টাকার নিচে নেমে গেছে।

  • 8/9

আন্তর্জাতিক বাজারে সোনার স্পট দর ০.৩৫ শতাংশ কমে আউন্স প্রতি ১,৬৮৯.০১ ডলারে দাঁড়িয়েছে। এদিকে আজ, রুপোর দামও কমেছে এবং রুপোর স্পট মূল্য ১.৮৬ শতাংশ কমে ১৯.৭৬ ডলার প্রতি আউন্স হয়েছে।

  • 9/9

গত সপ্তাহে শেষে সোনা-রুপোর দর বেশ খানিকটা বৃদ্ধির সঙ্গে বন্ধ হলেও আজ ডলারের ঊর্ধ্বগতির প্রভাবে বিশ্ব বুলিয়ন বাজারেও দেখা যাচ্ছে এবং সোনা-রুপো দর পতনের সঙ্গে লেনদেন হচ্ছে।

Advertisement
Advertisement