Advertisement

অর্থনীতি

Gold, Silver Price Drop: পর পর ৫ দিন, হুড়মুড়িয়ে পড়ছে সোনা-রুপোর দাম; আজ দর কত?

Aajtak Bangla
  • 21 Oct 2022,
  • Updated 3:12 PM IST
  • 1/8

Gold Silver Rate: সস্তায় সোনা-রুপোর গয়না, কয়েন বা বাসন কেনার এটাই সেরা সময়। কারণ, দীপাবলি, ধনতেরাসের আগে হু হু করে পড়ছে সোনা-রুপোর দর। আজ নিয়ে টানা ৫ দিন পড়ল এই দুই মূল্যবান ধাতুর দাম।

  • 2/8

গত সপ্তাহ থেকেই দুই মূল্যবান ধাতুর দামে এই পতনের ধারা অব্যাহক রয়েছে। চলতি সপ্তাহে প্রায় ১২০০ টাকা সস্তা হয়েছে সোনা-রুপো। গত সেশনের তুলনায় আজ সোনা প্রায় ০.৫ শতাংশ এবং রুপো ১.১৯ শতাংশ সস্তা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক মূল্যবান ধাতু দু’টির সর্বশেষ দর...

  • 3/8

শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বর ফিউচারের জন্য সোনার দর ০.৪৭ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, আমরা যদি রুপোর দামের কথা বলি, তাহলে আজ এই ধাতুর দাম ১.১৯ শতাংশ কমেছে।

  • 4/8

আজ বিশ্বব্যাপী সোনার দাম কমার প্রভাব দেশের বুলিয়ন বাজারেও দেখা যাচ্ছে। ফিউচার মার্কেটে, আজ সকালে সোনার দর ০.৪৭ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৪৯,৯০৫ টাকায় লেনদেন করছে। প্রভাব দেশের বুলিয়ন বাজারে আজ সোনার দাম প্রায় ১০০-১১০ টাকা সস্তা হয়েছে।

  • 5/8

এদিকে শুক্রবারেও রুপোর দর পতনের ধারা অব্যাহত রয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বর ফিউচারের জন্য রুপোর দর আজ ১.১৯ শতাংশ কমে ৫৫,৯৭৭ টাকায় লেনদেন করছে।

  • 6/8

দেশের বাজারে আজ যেখানে সোনার দাম কিছুটা কমেছে, সেখানে রুপোর দামে তেমন কোনও পরিবর্তন নেই। আন্তর্জাতিক বাজারে ডলারের ঊর্ধ্বমুখী গতি সোনা আর রুপোর দর পতনের উভাব ফেলছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

  • 7/8

এবার জেনে নেওয়া যাক দেশের কোন বড় শহরে আজ কত যাচ্ছে সোনার দাম। দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৫০,৬০০ টাকা প্রতি ১০ গ্রামে এবং ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৪৬,৩৫০ টাকা প্রতি ১০ গ্রামে।

  • 8/8

মুম্বই আর কলকাতায় ২৪ ক্যারেট সোনা ৫০,৪৫০ টাকায় এবং ২২ ক্যারেট সোনা ৪৬,২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দিল্লি আর মুম্বইয়ে আজ রুপোর দাম প্রতি কেজিতে ৫৬,১৫০ টাকা। কলকাতার বাজারে আজ রুপো প্রতি কেজিতে ৬১৫০০ টাকায় লেনদেন করছে।

Advertisement
Advertisement