Advertisement

অর্থনীতি

Gold, Silver Price Hike: ফের দাম বাড়ল সোনা, রুপোর! কেনার আগে জানুন আজকের দর

Aajtak Bangla
  • 24 Mar 2022,
  • Updated 10:14 AM IST
  • 1/8

বিশ্বজুড়ে এখন সোনা, রুপোর দামে চরম অস্থিরতা চলছে।। বিগত সপ্তাহ দুয়েকে সোনার দাম লাগাতার পড়েছে। মঙ্গলবারের পর বৃহস্পতিবার ফের দাম বাড়ল সোনার। একইসঙ্গে দামি হল রুপোও।

  • 2/8

বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার সোনা ও রুপোর দাম বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) হলুদ ধাতুর দর আজ ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

  • 3/8

বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম ০.২০ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৮৬৯ টাকা হয়েছে। অন্যদিকে রুপোর দাম ০.১০ শতাংশ বেড়ে কেজি প্রতি ৬৮,৩৩০ টাকায় লেনদেন করছে।

  • 4/8

উল্লেখযোগ্যভাবে, ২৩ মার্চ বাজার বন্ধ হওয়ার সময় সোনার প্রতি ১০ গ্রামে ৫১,৭৬৭ টাকা ছিল আর প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৮,২৬৪ টাকা।

  • 5/8

সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সোনার দামে বিশেষ একটা পরিবর্তন হয়নি। কারণ, রাশিয়া ইউক্রেন সংকটের জেরে ডলারের দর বেড়েছে এবং ফলন বহু-বছরের শিখরের কাছাকাছি চলে গেছে।

  • 6/8

সর্বশেষ মেটাল রিপোর্ট অনুযায়ী, স্পট গোল্ডের দাম সামান্য পরিবর্তনের পর আউন্স প্রতি ১৯৪৩.৭৫ ডলারে লেনদেন করছে। এদিকে, মার্কিন সোনার ফিউচার দর ০.৪ শতাংশ বেড়ে ১৯৪৪.৪০ ডলার হয়েছে।

  • 7/8

উল্লেখযোগ্যভাবে, সোনার উচ্চ ফলনের জন্য সংবেদনশীল, যা অ-ফলনশীল বুলিয়ন ধরে রাখার সুযোগ খরচ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি, অন্যান্য ধাতুগুলির মধ্যে স্পট সিলভার আউন্স প্রতি ০.১ শতাংশ বেড়ে ২৫.০৮ ডলার হয়েছে।

  • 8/8

আজ দিল্লি, মুম্বই আর কলকাতাতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৪৭,৩৪০ টাকা। এই তিন শহরে এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬৮,৫০০ টাকা।

Advertisement
Advertisement